আমরা দু’জন
নেই জায়গা নেই জমি
নেই যে বাড়িঘর,
পরের বাড়িই আমার বাড়ি
ভাড়া একটা ঘর।
ঘরখানা মোর ছোটখাটো
ভাড়া চার হাজার,
টোনাটুনি দু-জনই থাকি
আমার সামান্য রোজগার!
ছেলে ছিলো মেয়েও ছিলো
এখন ছেলে পরপারে,
মেয়েটা থাকে তার শ্বশুরবাড়ি
তিন মানিক ওর ঘরে।
দুটো মেয়ে একটা ছেলে
সুখের স্বামীর ঘর,
শ্বশুর শ্বাশুড়ি ননদ-ননদী
কেউ-তো নয় পর।
আমরা দুজন আছি এখন
চলছি ফিরছি খাচ্ছি,
কদিন পরে যাবো মারা
কী রেখে যাচ্ছি?
যা ছিল মোর বংশের প্রদীপ
অকালে নিভে গেলো,
মৃত্যুর পরে মোদের সমাধিতে
কে জ্বালাবে আলো?
চমৎকার কবি নিতাই দা অনেক অনেক শুভেচ্ছা রইল
আপনি-সহ শব্দনীড় ব্লগের সবার মঙ্গল কামনা করি। সবাইর মঙ্গল হোক, সবাই সুখী হোক। মহান সৃষ্টিকর্তা সবার সহায় হোক।
অসামান্য কবিতায় একরাশ শুভ কামনা সহ প্রাণঢালা আশীর্বাদ রাখি প্রিয় কবি। এক জীবনে যতটা দুঃখ কষ্ট আনন্দ বেদনার ভাগীদার হয়েছেন … মেনে নিয়ে সামনের দিকে চোখ কান রাখা হবে মঙ্গলকর। উভয়ে সুখি হোন। হ্যাপী হ্যাপী এনিভারস্যারি।
আপনি-সহ শব্দনীড় ব্লগের সবার মঙ্গল কামনা করি। সবাইর মঙ্গল হোক, সবাই সুখী হোক। মহান সৃষ্টিকর্তা সবার সহায় হোক।
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।