অঙ্গ সাজিয়ো তব,
বাসন্তি শাড়ীতে।
কপালে লাল তিলক,
কাজল আঁখীতে।
শ্বেত শুভ্র বেলী,
দিও খোপাতে।
রিনি ঝিনি সোনালী কাকনে ,
সাজিও তিলাতে।।
10 thoughts on “তিলাত তোমাকে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অঙ্গ সাজিয়ো তব,
বাসন্তি শাড়ীতে।
কপালে লাল তিলক,
কাজল আঁখীতে।
শ্বেত শুভ্র বেলী,
দিও খোপাতে।
রিনি ঝিনি সোনালী কাকনে ,
সাজিও তিলাতে।।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সাজ সজ্জা নিয়ে চমৎকার প্রকাশ যা সত্যিই মন মাতায়। দোয়া র’লো মহান আল্লাহ যেন তোমাকে ভালো রাখেন।
আসসালামু আলাইকুম
আবহমান কালের সাজ সজ্জা..
আপনার প্রতিও এই দোয়া রইল
নায়িকার ছবি যেন ভেসে উঠলো! আহা কত্ত যে কিউট লাগছে তাকে!
এমনি করে সাজো হে প্রিয়া
দেখি তোমায় তৃষিত হিয়া
অনেক অনেক শুভেচ্ছা র’লো ছন্দ হিন্দোল আপার জন্য।
নায়িকার মতই দেখতে
শুভকামনা আপনার প্রতিও
সুন্দর লিখন আপা।
সালাম জানবেন।
সালাম
অশেষ শুভকাামনা রইল
অনেক ভালো লাগল
ভালো লাগলো আমারো
শুভ কামনা রইল
তিলাত শব্দতা মনে হয় প্রথম দেখলাম, এর মানে কি আপা?
আসলে পুরা নাম তিলাত জাহান
জাহান অথ পৃথিবী
পৃথিবীর বিউটি স্পট বা সৌন্দয তিলক…
সত্যি ও যেনো অপ্সরী