জয় বাংলার হলো,
বলো বাংলার জয়।
বাঁধ ভাঙা আনন্দে,
জনতা স্লোগান দেয়।
সবার ই কেউ না কেউ ফিরলো
মায়ের ফিরলো না যে কেউ!
বিজয়ের আনন্দে বুকের মাঝে ,
কষ্ট ব্যথার ঢেউ।
যুদ্ধে গেছে তার প্রাণপ্রিয় ছেলে,
মেয়ে এখন বীরাঙ্গনা।
প্রতি পল যেন তাঁর জীবনে,
হাহাকার ভরা বেদনা।
স্বামী ছিলো বুদ্ধিজীবী,
তুলে নিয়ে গেলো আল বদরে ।
লাশটুকু ও পাইনি দেখতে,
প্রাণ কাঁদে হাহাকারে।
যুদ্ধ শেষে আশা ছিলো,
ফিরবে খোকা কোলে।
ডাকবে আবার আগের মতো,
মা, মাগো বলে।
সবার ই তো সবাই ফিরলো,
মায়ের ফিরলো না যে কেউ!
কি করে কাটাবো বাকী জীবন,
কষ্ট ব্যথার ঢেউ!!
পদ্য কথায় আমাদের বিজয়ের নেপথ্যের ট্র্যাজিডি তুলে ধরেছেন। গুড জব মি. ইসিয়াক। শুভ সকাল।
অনেক ধন্যবাদ মুরুব্বী।বিজয় দিবসের শুভেচ্ছা রইলো ।
লিখা ভালো।
কিন্তু স্বাচ্ছন্দের পাঠ হচ্ছে না ,আপনি চেষ্টা করলে আরো সাবলীল লিখতে পারবেন।
শুভ কামনা
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
সবার ই কেউ না কেউ ফিরলো
মায়ের ফিরলো না যে কেউ!
বিজয়ের আনন্দে বুকের মাঝে ,
কষ্ট ব্যথার ঢেউ।
আসলেই তাই কবি ইসিয়াক ভাই।
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো ভাইয়া।
ছবিটাই অনেক কথা বলে কবি ইসিয়াক ভাই। তবুও বিজয়ের শুভেচ্ছা।
ঠিক বলেছেন আপু ছবি কথা কয়।বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
জয় বাংলার হলো,
বলো বাংলার জয়।
বাঁধ ভাঙা আনন্দে,
জনতা স্লোগান দেয়।
শুভ বিজয় দিবস কবি ইসিয়াক ভাই।
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো কবি দাদা।
বেদনাহত হলাম প্রিয় কবি দা। কিছু অর্জনে ত্যাগই মূখ্য।
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো কবিদি।
জয় বাংলার হলো,
বলো বাংলার জয়।
বাঁধ ভাঙা আনন্দে,
জনতা স্লোগান দেয়।
Is that our victory ?
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
চির দুখিনী মা।
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো আপু।