এডামের বিষন্নতার জন্য বায়ু পরিবর্তন অতীব জরুরি এবং অত্যাবশ্যক;
অন্যথা হলে তাঁর নিজের চেয়ে মহাবিশ্বের অধিকতর ক্ষতি হবে বলে
একটা নিশ্চিত গোয়েন্দা তথ্য ঈশ্বরের হাতে এলো।
অতঃপর এডাম আসমান ছেড়ে প্রথমে নিকষ কালো রাত্রির কাছে গেলেন
এবং সেখানে মুগ্ধ হয়ে তিনি টানা এক কোটি বছর কাটালেন।
এককোটি বছর পর এডামের বিষন্নতা নিরাময় হলোনা!
এবার রাত্রির পাশ ছেড়ে এডাম দিগন্তের কাছে গেলেন
যেখানে আকাশ দলবেঁধে সমুদ্রের কাছে নেমে এসেছে;
তার পরনে সন্ধ্যারঙ শাড়ি, খোঁপায় তারার মালা!
রাত নামলেই ওখানে জলে জোছনা মিশে রঙধনু হয়।
সেখানেও তিনি এক কোটি বছর মুগ্ধ সময় কাটালেন!
দ্বিতীয় এককোটি বছর পরও এডামের বিষন্নতা নিরাময় হলোনা!!
এইভাবে পাহাড়ি উপত্যকায় তাঁর তৃতীয় এককোটি বছর!
শেষে হতাশ এডাম আসমানে ফিরবেন বলে যেই পা বাড়ালেন
হঠাৎ অদূরে তাঁর চোখ আটকে গেলোঃ
চল্লিশফুট বাই চল্লিশফুট একটা জলাধার;
তার পাথরবাঁধা ঘাটে একখন্ড সবুজ গায়ে মেখে
এক নারী হেলান দিয়ে বসে আছেন।
কাছেই ডালে ডালে গন্ধম ফল, এখানে সেখানে নির্ভীক এনাকোডা
এবং পাহাড় বেয়ে জোছনার অবিরাম ঝর্ণা।
নারীটির চুলে এডামের এক কোটি বছরের সেই মুগ্ধ রাত্রি মিশে আছে
দেহ জুড়ে পাহাড়ি উপত্যকার স্নিগ্ধ বাঁক
এবং চোখে সেই রঙধনু দিগন্ত;
যেখানে আকাশের সাথে সমুদ্রের কোটি বছরের নিরন্তর সঙ্গম।
এবার আসমান থেকে উৎফুল্ল ঈশ্বর মর্তে নেমে এলেন
এবং বললেন, “আমার গোলাভরা মুগ্ধতার বারো আনা বেচে দিয়ে
এই নারীর নির্মাণ খরচ মিটিয়েছি; ওর নাম ইভ”!
মৃদু হেসে এডাম বললেন, “সে আমার মনলতা”।
“আমার গোলাভরা মুগ্ধতার বারো আনা বেচে দিয়ে
এই নারীর নির্মাণ খরচ মিটিয়েছি; ওর নাম ইভ”!
মৃদু হেসে এডাম বললেন, “সে আমার মনলতা”।
দারুণ আর ইন্টারেস্টিং একটি লিখা মি. মিড ডে ডেজারট। গুড লাক।
অশেষ ধন্যবাদ !
অপূর্ব এক তন্ময়তা। অনেক সুন্দর হয়েছে মিড দা।
অশেষ ধন্যবাদ !
অসাধারণ মনে হলো আমার কাছে। ভীষণ অসাধারণ ডেজারট ভাই।
অশেষ ধন্যবাদ !
মনলতার ভাগ্য এমন একজন এডামের ভালবাসা তার কপালে ছিল।
এত সুন্দর একটি কবিতা ভালবাসাকে শুধু প্রসারিত করে না, অন্তর ও বেঁধে রাখে জন্মজন্মান্তর ব্যাপী ।
শুভকামনা।
অশেষ ধন্যবাদ !
কবিতা পাঠে মুগ্ধ হয়েছি । সম্মানীত কবিকে ধন্যবাদ।
Thank you very much Dada.
Greetings!
(I don't have bangla font in this device)
* অনেক সুন্দর একটি কবিতা পড়লাম…