একদিন
একদিন কথা বলার জন্য ব্যাকুল হবে
ঘ্রাণশক্তি খুঁজে ফিরবে পরিচিত গন্ধ
পরিচিত ছোঁয়া খুঁজবে কোমল হাতদুটো।
রূপোর থালা নিয়ে বসে থাকলেও পাবে না একটা দুপুর
একদিন পরিচিত বিকেল হারিয়ে যাবে জীবন থেকে
হাওয়া হয়ে উড়ে যাবে ভাতঘুম।
একদিন বাতাসের ভাঁজে আশ্রয় নেবে অস্থির চাওয়ারা
একদিন কিছু বলার জন্যে ব্যাকুল হবে
অথচ সেদিন দুচোখে ঝরবে অনন্ত কালের বর্ষা
কিছুই বলতে পারবে না কোনদিন।
লিখাটিকে বার দুয়েক পড়লেই মনে এক ধরণের প্রশান্তির ছোঁয়া আসে।
একদিন বাতাসের ভাঁজে আশ্রয় নেবে অস্থির চাওয়ারা …
অদ্ভুত এক শাব্দিক প্রকাশ। থাকতে পারে উচ্ছাস, থাকতে পারে না পাওয়ার বেদনা।