গ্রামীন
প্রসবক্লান্ত রুক্ষ ক্ষেত
গুটিশুটি শীত পাহাড়ে,
আদুল গায়ে ছোট্ট পুকুর
খাচ্ছে চুমু শীতের গালে।
রক্ষী গাছের চোখরাঙ্গানি
থোড়াই কেয়ার শীত বালিকার,
প্রধানমন্ত্রী সড়ক বেয়ে
দর্পে হাঁটে মোষ ক্যারাভ্যান।
হাঁচছে টাওয়ার, কাশছে টাওয়ার,
ধুঁকছে টাওয়ার, আসছে পৌষ,
ন্যাংটো ছেলে ডিগবাজী খায়
নবান্ন ধান আঁতুড়ঘরে…।
এখনও কেউ মন্তব্য করেন নি। ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ যারা মন্তব্য দিয়েছেন।
হাঁচছে টাওয়ার, কাশছে টাওয়ার,
ধুঁকছে টাওয়ার, আসছে পৌষ,
* বরাবরের মতই সুন্দর প্রকাশ…
অভিনন্দন কবি দাদা।
( পুনশ্চ: কিছু সম্মানিত ব্লগার আছেন তারা মন্তব্য পেতে পছন্দ করেন, দিতে জানেন না; তাদের থেকে কী আশা করতে পারেন!!!!)
অনিচ্ছা যখন অভ্যাসে দাঁড়িয়ে যায় এমনটা হয় হুসাইন ভাই। আমারও এই বদঅভ্যাস ছিলো। নিজে থেকেই কাটিয়ে উঠেছি। এখন পড়তে আর মন্তব্য করতে ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।
রক্ষী গাছের চোখরাঙ্গানি
থোড়াই কেয়ার শীত বালিকার,
প্রধানমন্ত্রী সড়ক বেয়ে
দর্পে হাঁটে মোষ ক্যারাভ্যান।
সৌমিত্র দা,
কে বলে কেউ মন্তব্য করেনি ? এই যে আমি এলাম মন্তব্য করতে ।
হ্যা,আমাদের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা সবাই অন্য গ্রহের মানুষ !
আমরা আমজনতা, আমরা শীতে গ্রীষ্মে মরে মমি হয়ে গেলেইবা কি তাদের ? চমৎকার ।
কুতজ্ঞতা সহ ধন্যবাদ কবি খন্দকার ভাই। আদাব।
কবিতার প্রয়াস আমার কাছে দারুণ লেঘেছে প্রিয় কবি সৌমিত্র।
এটা হচ্ছে মোটামুটি মানের কবিতা। এবং প্রয়াসও বটে। ধন্যবাদ প্রিয় ভাই।
ভালো লাগায় মনকে।
শুভেচ্ছা কবি কাজী রাশেদ ভাই।
খুবই নান্দনিক গ্রামীণ চিত্র এঁকেছেন কবিতায়।
কবিদের হাতে শব্দের তুলি থাকে, জল রঙ থাকে যেন।
ধন্যবাদ কবি জাহিদ অনিক ভাই।