গ্রামীন

গ্রামীন

প্রসবক্লান্ত রুক্ষ ক্ষেত
গুটিশুটি শীত পাহাড়ে,
আদুল গায়ে ছোট্ট পুকুর
খাচ্ছে চুমু শীতের গালে।

রক্ষী গাছের চোখরাঙ্গানি
থোড়াই কেয়ার শীত বালিকার,
প্রধানমন্ত্রী সড়ক বেয়ে
দর্পে হাঁটে মোষ ক্যারাভ্যান।

হাঁচছে টাওয়ার, কাশছে টাওয়ার,
ধুঁকছে টাওয়ার, আসছে পৌষ,
ন্যাংটো ছেলে ডিগবাজী খায়
নবান্ন ধান আঁতুড়ঘরে…।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

12 thoughts on “গ্রামীন

  1. হাঁচছে টাওয়ার, কাশছে টাওয়ার,
    ধুঁকছে টাওয়ার, আসছে পৌষ,

     

    * বরাবরের মতই সুন্দর প্রকাশ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    অভিনন্দন কবি দাদা। 

    ( পুনশ্চ: কিছু সম্মানিত ব্লগার আছেন তারা মন্তব্য পেতে পছন্দ করেন, দিতে জানেন না; তাদের থেকে কী আশা করতে পারেন!!!!) 

    1. অনিচ্ছা যখন অভ্যাসে দাঁড়িয়ে যায় এমনটা হয় হুসাইন ভাই। আমারও এই বদঅভ্যাস ছিলো। নিজে থেকেই কাটিয়ে উঠেছি। এখন পড়তে আর মন্তব্য করতে ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে। :)

  2. রক্ষী গাছের চোখরাঙ্গানি
    থোড়াই কেয়ার শীত বালিকার,
    প্রধানমন্ত্রী সড়ক বেয়ে
    দর্পে হাঁটে মোষ ক্যারাভ্যান। 

    সৌমিত্র দা,

    কে বলে কেউ মন্তব্য করেনি ? এই যে আমি এলাম মন্তব্য করতে ।
    হ্যা,আমাদের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা সবাই অন্য গ্রহের মানুষ ! 
    আমরা আমজনতা, আমরা শীতে গ্রীষ্মে মরে মমি হয়ে গেলেইবা কি তাদের ? চমৎকার । 

     

     

    1. কুতজ্ঞতা সহ ধন্যবাদ কবি খন্দকার ভাই। আদাব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. কবিতার প্রয়াস আমার কাছে দারুণ লেঘেছে প্রিয় কবি সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. এটা হচ্ছে মোটামুটি মানের কবিতা। এবং প্রয়াসও বটে। ধন্যবাদ প্রিয় ভাই। :)

  4.  

    খুবই নান্দনিক গ্রামীণ চিত্র এঁকেছেন কবিতায়। 

    কবিদের হাতে শব্দের তুলি থাকে, জল রঙ থাকে যেন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।