রাষ্ট্র তবে কি জানে?

রাষ্ট্র তবে কি জানে?
কাঁটাতারে ঝুলন্ত নিষ্প্রাণ দেহের আত্মকথন!
পঁচে-গলে-ক্ষয়ে পড়া লাশের গন্ধ চারদিক,
ক্ষোভ ঝেড়ে ঝেড়ে যার মৃত্যু!
বেঁচে থাকার বয়স তখনো ফুরোয়নি,
অথচ প্রাণে বহমান নিঃশ্বাস
এখন তা অ-নে-ক অ-তী-ত নিঃশেষ।

রাষ্ট্র তবে কি জানে?
বাংলার বুকে অদ্যাবধি পাকিস্তানি বীভৎস আত্মা
এখনো হেঁটে বেড়ায় টেকনাফ থেকে তেঁতুলিয়া!
ওরা, বেঁচে থাকে আমাদের মৃত্যু দেখবে বলে;
অর্জিত স্বাধীনতা বহু ত্যাগে-
এখানে ওদের বিচরণে শেকল পড়ুক পদে পদে।

রাষ্ট্র তবে কি জানে?
জাতির মাথা কেটে ফেলার নৃশংস ছকে
বহু পায়ের পায়তারা ভিন্ন ভিন্নরূপে অবিরত!
আরো একটি ১৪ই ডিসেম্বর ধীরে ধীরে
মুক্ত-বিবেকের গলা কেটে-
মস্তক বিহীন দেশ তাদের নকশা।

রাষ্ট্র তবে কি জানে?
কাঁদানে গ্যাসের শেলে নিষ্প্রভ চোখের বেদনা!
প্রখর সূর্যরশ্মির যন্ত্র যখন কালো সানগ্লাস,
সকল বেলার আলো এখন ঘন কালো।
দৃষ্টির দৃশ্য এখন সত্য অদৃষ্ট,
অনুভূতির জগৎ ছুঁয়ে যার মিথ্যা বসবাস।

রাষ্ট্র তবে কি জানে না?
নাগরিক বিবেক ফাঁকি, সংবিধানে নেই!
চোখের কর্ণিয়ায় জমতে থাকে ঘটনা,
প্রতি পাতায় ক্লিকে ক্লিকে আটকে যায় দৃশ্য।

মৃধা মোহাম্মাদ বেলাল সম্পর্কে

মৃধা মোহাম্মাদ বেলাল তরুণ লেখক ও কবি। জন্ম ১৯৯৬ সালে ৫ই জুন, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামে। পিতা- ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেক মৃধা, মাতা- গৃহিণী হোসনেয়ারা বেগম। চার ভাই-বোনের মধ্যে তিনিই জ্যেষ্ঠ। লেখালেখির অভ্যাস নবম শ্রেণি থেকে। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখে যাচ্ছেন কবিতা, কলাম ও ফিচার। তার লেখায় ফুটে উঠেছে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা, সমকালীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, নাগরিক অধিকারের বহু মাত্রিক দিক এবং প্রেম-বিরহ-প্রণয়। বর্তমানে তিনি বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

8 thoughts on “রাষ্ট্র তবে কি জানে?

  1. রাষ্ট্র তবে কি জানে না?
    নাগরিক বিবেক ফাঁকি, সংবিধানে নেই!———চমৎকার প্রকাশ 

  2. আমি বিশ্বাস করিনা যে রাষ্ট্রযন্ত্র কিছু জানে। রাষ্ট্রের বাহক বধির। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. রাষ্ট্রের বাহক বধির বটে! রাষ্ট্রের মূক ও বধির অঙ্গের কারণে অনেক সময় রাষ্ট্র অসহায় হয়ে পড়ে! ধন্যবাদ নিবেন দাদা! 

  3. রাষ্ট্র জানে সব, জনগণ জানে না এটা মনে করে। কবিতায় শুভেচ্ছা নিন কবি দা।

    1. আমি এমনটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ভালোবাসা নিবেন দিদি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ধন্যবাদ কবি ভাই। কবিতাটি আমার কাছে স্পেশাল মনে হলো।

    1. ধন্যবাদ দাদা! দোয়া রাখবেন সর্বদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।