যে আঁখিতে এত হাসি লুকানো

যে আঁখিতে এত হাসি লুকানো
কুলে কুলে তার কেন আঁখি ধার
যে মনের আছে এত মাধুরী
সে কেন চলেছে বয়ে ব্যথা ভার।।

দীপের শিখায় এত আলো যে
তবু কেন কাজলে সে কালো যে
একেলার ভালো লাগা কি আসে
কেঁদে কেঁদে হতে চাই দুজনার।

সাগর কখনো চেয়ে দেখেনা
বুকে তার কি রতন রয়েছে
কাঙালের মত তীরে তীরে সে
ফিরে ফিরে অবহেলা সয়েছে।
প্রেম যদি ভরে এত সুধা গো
তবু কেন হৃদয়ের ক্ষুধা গো
যে মেঘে রয়েছে এত মমতা
কেন তার বিদ্যুতে হাহাকার।

কণ্ঠঃ শ্রীকান্ত আচার্য্য।

অমিত রায় সম্পর্কে

আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক। খোলো দ্বার, বার্তা আনিয়াছি বিধাতার। মহাকালেশ্বর পাঠায়েছে দুর্লক্ষ্য অক্ষর, বল্‌ দুঃসাহসী কে কে মৃত্যু পণ রেখে দিবি তার দুরূহ উত্তর।

6 thoughts on “যে আঁখিতে এত হাসি লুকানো

  1. ভীষণ এবং ভীষণ এই গান।
    জীবনের অনেক সুখ স্মৃতি ছিলো এই গানটির সঙ্গে। মনে পড়ে স্যার … মনে পড়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. ভীষণ ভালো লাগার একটা গান । আমি যতদুর মনে পরে প্রায় চৌদ্দ বৎসর যাবৎ শ্রীকান্তের কন্ঠেই গানটি শত শত বার শুনছি । ধন্যবাদ হে রবীন্দ্র অনুরাগী গানটি শেয়ার করার জন্য ।

  3. চমৎকার গানটি শেয়ারের জন্য অনেক সাধুবাদ!

  4. শোনার জন্য আপনাদেরকেও ধন্যবাদ । আমি এই গানটি প্রথম শুনলাম শ্রীকান্তের কন্ঠে … শুনে মনে হলো শেয়ার করা যায় তাই করে দিলাম …।
    “একেলার ভালো লাগা কি আসে”

মন্তব্য প্রধান বন্ধ আছে।