‘কঠিন বেদনার তাপস দোঁহে যাও চিরবিরহের সাধনায়।
…. জয়ী হও অন্তরবিদ্রোহে।’
কঠিন বেদনার তাপস দোঁহে যাও চিরবিরহের সাধনায়।
ফিরো না, ফিরো না, ভুলো না মোহে।
গভীর বিষাদের শান্তি পাও হৃদয়ে,
জয়ী হও অন্তরবিদ্রোহে।
যাক পিয়াসা, ঘুচুক দুরাশা, যাক মিলায়ে কামনাকুয়াশা।
স্বপ্ন-আবেশ-বিহীন পথে যাও বাঁধনহারা
তাপবিহীন মধুর স্মৃতি নীরবে বহে।
__________________
প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুর।
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
প্রথম ছবিটা খুব সুন্দর।
আর রবীন্দ্রনাথের গান তো বলার অপেক্ষা রাখে না।
অশেষ ধন্যবাদ মি. সাইয়িদ রফিকুল হক। মন্তব্যে খুশি হলাম।
রবীন্দ্র সংগীতের সাথে আপনার এই অসাধারন স্হির চিত্রের সমন্বয় সত্যি মুগ্ধ কর !
বিনিত হলাম মি. আনিসুর রহমান। এভাবেই পাশে চাই সর্বক্ষণ।