একটি বিকেল …

ekti bekel.jpg

একটি বিকেল অনুভবে নুয়ে পড়ে
মগবাজারের রেলক্রসিংয়ের কাছে
থমকে দাঁড়ায় বিস্মরণের ট্রেন
মনে পড়ে গত রাত্রির ব্যাকুলতা।

ডাবল ডেকারে ব্যস্ততা ছুটে চলে
নুলো ভিখিরিরা বিধাতার নাম জপে
মার্সিডিজের ফুয়েলে ঘামের ফোঁটা
একটি বিকেল কমলা রঙের স্মৃতি।

বাসস্টপে কখনও ছিলে না জানি
কেউ কোনদিন কথার গোলাম নয়
গোপনে সোনার ডিম পাড়ে সাহেবেরা
বিবির বিছানা বিকল্পে বেদখল।

একটি বিকেল শ্রান্ত ঘুমের নেশা
খেয়াঘাট থেকে অবিরাম ডাকে মাঝি
ওড়ে স্বপ্নেরা, ওড়ে রূপকথা, ওড়ে…
নীরব গল্প ফেটে ঝরে নির্যাস।

মফস্বলের সৌরভ ভেসে আসে
ঝরোকায় ধরা দেয় এসে নীলাকাশ
একটি বিকেল রেলগাড়ি হয়ে ছোটে
বিয়ারের ক্যানে বেজে ওঠে হুইসেল।

aadaaaaaaaar

ফেসবুক লিঙ্ক : আজাদ কাশ্মীর জামান।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter