কিছু মুহুর্ত কিছু ছবি…বনভোজন ২০১১

picnic
আসুন মিলি বন্ধুত্বের নিবিড় ছায়াতলে…
অন্তরঙ্গ সকাল…
01
সকালের আয়োজনঃ
02
04
সূর্যস্নান…
05
দল বাছাই পর্বঃ
06
07
টীম গঠন সম্পন্নঃ
p6
p1
p2
লড়াইয়ের পূর্বে পরিচয় পর্বঃ
07c
07d
লড়াই শুরুঃ
10
11
12
শ্বাসরূদ্ধকর খেলার গ্যালারীতে অপেক্ষা…
13
কাজলাদিদি’র প্রাণপণ চেষ্টাঃ
14
ধারাভাষ্যঃ
15
হাল্কা আড্ডাঃ
16
17
সামান্য অবসরঃ
18
19
20
এবার বুঝি মেয়েদের প্রস্তুতি ভাবনাঃ
21
নাহঃ T-10 শেষ হতেই শুরু হয়ে গেল ফুটবলঃ
22
23
24
24a
24b
মেয়েদের পিলো পাসিং…( বল )
25
26
37
অবিবাহিতদের হতাশ করে বিবাহিতদের স্ত্রীর কপালে টিপ পড়ানোঃ
27
27e
হায়, তবু আমি একা… কবে সম্ভব… সে ভাবনায় সৈকতঃ
28
চিন্তা নেই। আমরা আছি না… আমরা দেখবোঃ
29
30
আমন্ত্রিত বন্ধুদের অনুভূতি প্রকাশঃ
31
শিশুদের মাঝে সাবরিনা সুলতানাঃ
32
33
35
ট্র্যাডিশনাল লাঞ্চঃ
38
মুরুব্বীনি সহ আশম, এরশাদ দম্পতিঃ
40
সপরিবারে ফকির আব্দুল মালেকঃ
41
সিদ্ধান্তে আসছেনঃ জিয়া রায়হান এবং মুরুব্বী ( আজাদ কাশ্মীর জামান )
43
পুরস্কার বিতরণঃ
45
46
47
48
শুভেচ্ছা বক্তব্যঃ
49
50
মুগ্ধ শ্রোতাঃ
51
আমাদের প্রাপ্তী। আমাদের আগামী’র ব্লগার।
52
53
54
55
শব্দতরী থেকে কবিতা পাঠঃ
56
শেষের ভাষাঃ
57
আগামী’র শপথ… একসঙ্গে চলার অঙ্গীকার। এগিয়ে যাবার দৃপ্ত প্রত্যয়…
58

আলোকচিত্র কৃতজ্ঞতাঃ ব্লগার কালপুরুষ এবং মুরুব্বী কন্যা পূর্ণতা আজাদ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter