বৃষ্টি তোমার জন্য

bb

হঠাৎ বৃষ্টি উড়ে এসে
ভেজালো চুল
কোন কিছু না বুঝেই
ফেরালাম চোখ;
দেখি দাঁড়িয়ে আছো তুমি
অপলক দেখছো আমায় –
দৃষ্টিতে লোভ নেই
আছে বিষণ্ণতা।
ওষ্ঠরেখায় নেই কৌতুক
জানি তুমি ভুলে গেছো
বর্ষা এলে যেমন
সবাই ভুলে যায় চৈত্রকে।

বৃষ্টির জন্য আকুল ছিলে তুমি
বৃষ্টি এলো।
সবুজের জন্য আকুল হলে তুমি
বসন্ত এলো।
তোমার জন্য আকুল হলাম আমি
তুমি তখন মুখ ফেরালে।

প্রাঞ্জল প্রকৃতি পুড়ে খাক হয়
মৃত্তিকা বাড়ায় হাত
ঘাসেরা বিবর্ণ হয়
সূর্যের আঁচ সয়না কারো
চৌচির মাটিতে ফলেনা ফসল
মেঘেরা ভাসে কদাচিৎ
ঝরায় না বৃষ্টি।

স্তব্ধ হয় ঝর্ণার ছন্দ
স্বচ্ছ জলরাশি।
আমাদের স্বপ্ন
আমাদের প্রত্যাশা
তবুও একসাথে খেলা করে।

জানি তুমি ভুলে গেছো
আমাকে। বর্ষা এলে যেমন
সবাই ভুলে যায় চৈত্রকে।

bbb

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter