হঠাৎ বৃষ্টি উড়ে এসে
ভেজালো চুল
কোন কিছু না বুঝেই
ফেরালাম চোখ;
দেখি দাঁড়িয়ে আছো তুমি
অপলক দেখছো আমায় –
দৃষ্টিতে লোভ নেই
আছে বিষণ্ণতা।
ওষ্ঠরেখায় নেই কৌতুক
জানি তুমি ভুলে গেছো
বর্ষা এলে যেমন
সবাই ভুলে যায় চৈত্রকে।
বৃষ্টির জন্য আকুল ছিলে তুমি
বৃষ্টি এলো।
সবুজের জন্য আকুল হলে তুমি
বসন্ত এলো।
তোমার জন্য আকুল হলাম আমি
তুমি তখন মুখ ফেরালে।
প্রাঞ্জল প্রকৃতি পুড়ে খাক হয়
মৃত্তিকা বাড়ায় হাত
ঘাসেরা বিবর্ণ হয়
সূর্যের আঁচ সয়না কারো
চৌচির মাটিতে ফলেনা ফসল
মেঘেরা ভাসে কদাচিৎ
ঝরায় না বৃষ্টি।
স্তব্ধ হয় ঝর্ণার ছন্দ
স্বচ্ছ জলরাশি।
আমাদের স্বপ্ন
আমাদের প্রত্যাশা
তবুও একসাথে খেলা করে।
জানি তুমি ভুলে গেছো
আমাকে। বর্ষা এলে যেমন
সবাই ভুলে যায় চৈত্রকে।