বিচিত্র পৃথিবী

উপভোগ করেছি বিচিত্র এই পৃথিবী
তবু হইনি কভু বৈচিত্র্যগামী—
দেখেছি অবারিত ফসলের মাঠ, কৃষকের মুখে হাসি
আবার দেখেছি ধুধু বালুচর; চৌছির মাঠে সেই কৃষকের আহাজারি।

দেখেছি কাননে কুসুম কলি ফোটে আছে থরে বিথরে
পল্লীবালা রচিছে মধুর গীত; ফুলের মালা গলে পরে
আবার দেখেছি সেই পল্লীবালার অকাল সমাধি
সৃজন পতন চলে যেন এই পৃথিবীতে নিরবধি।

নবীন কিশোর রচে চলেছে যেন প্রেমের সরবোর
কত কোলাহল, কত হাসিখুশি; বাজিছে আনন্দ ঝংকার,
আবার দেখেছি নিমিষে হচ্ছে ম্লান, উত্থিত যত কলরব
প্রেমিক বর মরছে ধুকেধুকে; চারিধার করে নিরব।

বিজ্ঞান দিয়েছে বেগ, মাতিছে সবাই সৃষ্টি সুখের উল্লাসে
পৃথিবী আজ হাতের মুঠোয়; নয় কেউ আজ দূরে,
নবীন বৈমানিক ঘরে ফিরেছে পৃথিবী প্রদক্ষিন করে
আবার দেখেছি হাইড্রোজেন বোমার আঘাতে মানব সভ্যতা ধ্বংসের পথে।

কবি রচেছে কবি গান হয়ে তব বন্দনায় পঞ্চমুখ
তুমিই মহান তুমিই মহিম; দেখা মেলাভার কোন এক নিন্দুক,
আবার তারই মুখে শুনি নিন্দার বাণী; হয়তো বাতাস এখনো বদলায়নি দিক
বিচিত্র এই পৃথিবী তাই হয়ে যাই আমি নির্বাক।

দেখেছি কত বঙ্গ ললনা প্রেম দিয়েছে অকাতরে বিলিয়ে
জাত কুল সবই দিয়েছে বিসর্জন; তাজমহল রচিতে
স্বর্গীয় প্রেম যেন আজ নেমে এসেছে এই পৃথিবীতে
আবার দেখেছি সেই প্রেয়সি ভুলেছে অতীত; দেখেছি অন্য রূপে।

বিচিত্র এই পৃথিবীর যেন রঙ বদলায় ক্ষণে ক্ষণে
কখনো কালবৈশাখী, কখনো আবার অঝোর ধারায় বৃষ্টি নামে
কখনো হিম শীতল, কখনো দাবদাহ;আবার দখিনা সমীরণ বহে
আমি আছি তবু হয়ে নিথর; পারিনে রঙ বদলাতে।

12 thoughts on “বিচিত্র পৃথিবী

  1. একটি পূর্ণাঙ্গ কবিতা মানে
    লিখতে লিখতে আর ইচ্ছে থাকে না শেষ করবার
    জীবনের মতোই জীবিতাবস্থার অসম্পূর্ণ এক ডায়েরি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. * সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ। কলেজে পরীক্ষার কারণে বেশ কিছু দিন আসতে পারিনি। ভালো থাকুন সবসময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. তারই মুখে শুনি নিন্দার বাণী; হয়তো বাতাস এখনো বদলায়নি দিক
    বিচিত্র এই পৃথিবী তাই হয়ে যাই আমি নির্বাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. কবি রচেছে কবি গান হয়ে তব বন্দনায় পঞ্চমুখ
    তুমিই মহান তুমিই মহিম; দেখা মেলাভার কোন এক নিন্দুক,————-

মন্তব্য প্রধান বন্ধ আছে।