বাংলার বাঁশ

বাংলার বাঁশ, তোমাকে নমস্কার
তুমি সোনার বাংলার অহংকার
তোমাকে কেউ করে না তিরস্কার
তুমি আমাদের জন্য স্রষ্টার পুরস্কার।

তুমি আছো বাংলার বন জঙ্গলে
তুমি আছো বাংলার মঙ্গল অমঙ্গলে
তুনি আছো রাজনীতিতে কলেকৌশলে
তুমি আছো অর্থনীতির জাঁতাকলে।

বাংলার বাঁশ, তুমি বাংলার মান
তুমি বাঙালি জাতির মানসম্মান
তুমি ঠিকাদারদের অর্থের জোগান
তুমি বাঁশ কবরে শ্মশানে সমানসমান।

বাংলার বাঁশ, তুমি শত্রু মোকাবিলায়
তুমি বাঁশ বড়লোকদের অট্টালিকায়
তুমি বাঁশ বাংলার ডোবা নালায়
তুমি বাঁশ খেয়াঘাটে মাঝির নৌকায়।

বাংলার বাঁশ, তোমাকে মানুষে জ্বালায়
তুমি বাঁশ বাংলার পাড়া মহল্লায়
বাঁশ দেখিয়ে হিসাব নেয় কড়ায়গণ্ডায়
তুমি থাকো মানুষের কথায় কথায়।

বাঁশ, তুমি এখন রাষ্ট্রের হাতে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে,
দিচ্ছে বাঁশ লীগে লীগে ক্যাসিনোতে
ছাড় পাবেন না আর কেউ তাতে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

14 thoughts on “বাংলার বাঁশ

  1. বাংলার বাঁশ, তুমি বাংলার মান
    তুমি বাঙালি জাতির মানসম্মান
    তুমি ঠিকাদারদের অর্থের জোগান
    তুমি বাঁশ কবরে শ্মশানে সমানসমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতার সাথে অজস্র ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা। বর্তমানে কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ত সময় পার করছি। তাই আমার প্রাণের শব্দনীড়ে বেশি সময় দিতে পারছি না। আশা করি দু'এক দিনের মধ্যেই ব্যস্ততার অবসান ঘটবে। শুভকামনা শব্দনীড়ের সকলের জন্য। সাথে আগমনী শারদীয় শুভেচ্ছা।                     

    1. সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি রিয়া দিদি। বর্তমানে কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ত সময় পার করছি। তাই আমার প্রাণের শব্দনীড়ে বেশি সময় দিতে পারছি না। আশা করি দু'এক দিনের মধ্যেই ব্যস্ততার অবসান ঘটবে। শুভকামনা শব্দনীড়ের সকলের জন্য। সাথে আগমনী শারদীয় শুভেচ্ছা।  

  2. বাংলার বাঁশ, তুমি শত্রু মোকাবিলায় ব্যবহার হলে ঠিক আছে। কিন্তু জনগনের পশ্চাৎদেশের জন্য হলে বিপদজনক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি সুমন দাদা। বর্তমানে কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ত সময় পার করছি। তাই আমার প্রাণের শব্দনীড়ে বেশি সময় দিতে পারছি না। আশা করি দু'এক দিনের মধ্যেই ব্যস্ততার অবসান ঘটবে। শুভকামনা শব্দনীড়ের সকলের জন্য। সাথে আগমনী শারদীয় শুভেচ্ছা।  

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন, শ্রদ্ধেয় দাদা।         

    1. সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদের সাথে থাকলো আগমনী শারদীয় শুভেচ্ছা। আশা করি ভালো থাকবেন, শ্রদ্ধেয় দিদি।           

  3. অসংখ্য বার ব্যবহারের বিধি রয়েছে বাঁশ বৃক্ষে। অতিশয় সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতার সাথে অজস্র ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা। বর্তমানে কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ত সময় পার করছি। তাই আমার প্রাণের শব্দনীড়ে বেশি সময় দিতে পারছি না। আশা করি দু'এক দিনের মধ্যেই ব্যস্ততার অবসান ঘটবে। শুভকামনা শব্দনীড়ের সকলের জন্য। সাথে আগমনী শারদীয় শুভেচ্ছা।  

    1. আমাদের মন-মানসিকতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আর দেশ ও সমাজের পরিবর্তন আশা করা যায় না। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি দিদি।               

মন্তব্য প্রধান বন্ধ আছে।