নিশি

হাওয়ার কুন্ড থেকে উঠে এসে
ফের ওই হাওয়াতেই গা-ভাসানো
অজ্ঞাত ক্রিয়া সমবায়ে,
কঙ্কাল – কোটরে ফের জেগে ওঠার
চিহ্নকামী হঠযোগে ধূম- প্রত্যয়ে,
মূহুর্ত – চূর্ণাংশ-ক্ষনের ভিতরকনিকায়
ঘাইতোলা তিলভোর অঙ্কুরিত দানা,
মাটির বালিশ গালে চেপে
খটাখটখট্ আজনা বাজনা
শুকনো হাড়ে ভেলকি জোড়ে ফের,
এফোঁড় ওফোঁড় চষা কবরিত
হাড়-হিম হাত নড়ে,
নড়ে আর ইশারায় হাঁকেঃ

‘কবর – বাসরে একা জেগে আছি,
আয় পাশে চলে আয় উথালি আমিনা’।

1 thought on “নিশি

  1. পড়তে সামান্য কঠিন মনে হলেও দ্বিতীয় পাঠে অনেক সহজ মনে হলো বন্ধু। সুন্দর। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।