এক চোখে ভালোবাসা

এক চোখেতে ভালোবাসা অন্য চোখে ঘৃণা,
এক ঠোঁটে হাসি আর অন্য ঠোঁটে কান্না।
এক হাতেতে গোলাপ আবার অন্য হাতে গুলি,
এক পায়েতে রশি বেঁধে অন্য পায়ের ধূলি।

এক অন্তরে শুভকামনা আবার আছে ক্রোধ,
যেই খানে ঠাঁই সেই খানেতেই ঘৃণ্য প্রতিশোধ।
এক জীবনে বেঁচে থাকা এক জীবনেই মরণ,
একই প্রাণের উগ্রবাদ আর শান্তির অনুসরণ।

এক আত্মাতে সত্ত্বা বসে জঘন্যতার বাস,
সেই অন্তরেই ভালোবাসা প্রতিহিংসার চাষ।
একই পথে স্বপ্ন নিয়ে একত্রে পথ চলা,
সেই পথেতেই দুঃস্বপ্নের আধার করুণ জ্বালা।

এক আকাশের নীচে বসত এক জমিনের পরে,
একই জাতির বিভিন্নতা ভিন্ন ভিন্ন স্তরে।
এক মানুষের প্রচেষ্টাতে তৈরি জাত আর পাত,
সেই মানুষের ধ্বংসলীলায় মরণ অপঘাত।

একবারই এই ভবে আসা একবারেতেই যাওয়া,
এক মনেতে একাগ্রতায় লক্ষ কোটি চাওয়া।
যে মস্তিষ্কে কল্যাণ চেয়ে পুণ্য পরিমাপ,
সেইখানেতেই সকল পাপের দিনরাত্রি বিলাপ।

যার ভেতরে মানবতা সেই অমানবিক,
তাঁর ভেতরেই সত্যের বাস আবার মিথ্যা ধিক।
এক জীবনের প্রচেষ্টাতে সত্যের অনুসরণ,
সেই জীবনই নিত্য করে মিথ্যার অনুকরণ।

একই সত্ত্বার সত্য পথে শান্তির আন্দোলন,
তাঁর ভেতরেই লুকায়িত মিথ্যার আস্ফালন।
এক চোখেতে ভালোবাসা এক চোখেতে ঘৃণা,
এক পলকের এই জীবনে কঠিন আপন চেনা।

14 thoughts on “এক চোখে ভালোবাসা

  1. এক চোখেতে ভালোবাসা এক চোখেতে ঘৃণা।

    ছবিটি এক রকম সেটাই বলে। শুভেচ্ছা কবি বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অশেষ ধন্যবাদ প্রিয়জন।

      শুভকামনা জানাই।

      ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

    1. অশেষ ধন্যবাদ প্রিয়জন।

      শুভকামনা জানাই।

      ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

  2. একবারই এই ভবে আসা একবারেতেই যাওয়া,
    এক মনেতে একাগ্রতায় লক্ষ কোটি চাওয়া।
    যে মস্তিষ্কে কল্যাণ চেয়ে পুণ্য পরিমাপ,
    সেইখানেতেই সকল পাপের দিনরাত্রি বিলাপ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অশেষ ধন্যবাদ প্রিয়জন।

      শুভকামনা জানাই।

      ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gif

  3. দুঃখ আনন্দ বেদনা সব কিছুরই মিশ্রণ আছে লেখাটিতে কবি দা।

    1. অশেষ ধন্যবাদ প্রিয়জন।

      শুভকামনা জানাই।

      ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

    1. অশেষ ধন্যবাদ প্রিয়জন।

      শুভকামনা জানাই।

      ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif

    1. অশেষ ধন্যবাদ প্রিয়জন।

      শুভকামনা জানাই।

      ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

  4. মানুষের স্বভাবের দ্বিমুখিতার কথাগুলি খুব সুন্দরভাবে কবিতায় এনেছেন! 

    1. অশেষ ধন্যবাদ প্রিয়জন।

      শুভকামনা জানাই।

      ভালো থাকুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।