7 - Sonakand Durgo (67) - Copy

আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব

প্রাচীন স্থাপত্য দেখার আলাদাটা একটা আকর্ষণ আছে। আমি মাঝে মাঝেই সুযোগ হলে তাদের দেখতে বেরহই। প্রাচীন স্থাপত্য গুলির মধ্যে বাংলাদেশে মসজিদগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাচীন মসজিদগুলি প্রমান করে কতটা আদিতে দেশের ঐ অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিলো। এই প্রাচীন মসজিদগুলি আমাদের দেশের ইতিহাসেরই অংশ। আজ আমার দেখা ৫টি প্রচীন মসজিদের ছবি এখানে রইলো। প্রতি পর্বেই আমার দেখা ও ছবি তোলা ৫টি করে প্রাচীন মসজিদের ছবি ও সামান্য তথ্য উপস্থাপন করবো।

৬। : বজরা শাহী মসজিদ

অবস্থান : নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন
জিপিএস কোঅর্ডিনেশন : 23°00’14.5″N 91°05’34.8″E
নির্মাতা : জমিদার আমানউল্যাহ এবং পরবর্তীতে আলী আহাং এবং সুজির উদ্দিন চীনা মাটির পাত্রের টুকরা ও গ্লাস দ্বারা মসজিদের শোভাবর্ধন করেন।
নির্মাণকাল : মোগল সম্রাট মুহাম্মদ শাহের আমলে ১৭৩২ সালে নির্মিত হয়। মসজিদ তৈরির ১৭৭ বছর পর ১৯০৯ সালে একবার মেরামত করা হয়।
ছবি : নিজ
ছবি তোলার তারিখ : ১৮/০৮/২০১৭ ইং
পথের হদিস : নোয়াখালী জেলার মাইজদী হতে সোনাইমুড়ী গামী যেকোন লোকাল বাস সার্ভিস/ সিএনজি অটোরিক্সাযোগে বজরা হাসপাতালের সম্মুখে নেমে রিক্সা বা পায়ে হেঁটে ২০০ গজ পশ্চিমে গেলে বজরা শাহী মসজিদে পৌঁছা যাবে।

৭। : চুনাখোলা মসজিদ

অবস্থান : চুনাখোলা গ্রাম, বাগেরহাট।
জিপিএস কোঅর্ডিনেশন : 22°40’42.8″N 89°43’55.8″E
নির্মাতা : স্থানীয় জনশ্রুতি মতে, মসজিদটি খান জাহানের কোনো কর্মচারী নির্মাণ করেছিলেন। ইটের দেয়ালসমূহ নষ্ট হয়ে যাওয়ার পরে ১৯৮০ সালে ইউনেস্কোর সহায়তায় সংস্কার করা হয়।
নির্মাণকাল : চুনখোলা মসজিদটি ১৫ শতকে নির্মিত।
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ ইং
ছবি : নিজ
পথের হদিস : ঢাকা থেকে সরাসরি বাগেরহাটে বাস যায়। ভাড়া নন এসি ৪৫০ টাকার মত। বাসের হেলপারকে বলে রাখলে ষাট গম্বুজ মসজিদের সামনে নামিয়ে দিবে। সেখান থেকে ইজিবাইক নিয়ে অনায়াসেই চলে যাওয়া যায় চুনাখোলা মসজিদ।

৮। : আবদুল হামিদ জামে মসজিদ

অবস্থান : গোয়ালদি, সোনারগাঁ।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°39’24.9″N 90°35’36.8″E
নির্মাতা : জনৈক আবদুল হামিদ শাহ কর্তৃক মসজিদটি নির্মিত হয়।
নির্মাণকাল : শিলালিপির সাক্ষ্য মতে ১৭০৫ খ্রিস্টাব্দে (১১১৬ হি.) এটি নির্মাণ করা হয়।
ছবি : নিজ
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং
পথের হদিস : ঢাকা থেকে প্রথমে যেতে পারেন বাসে মোগড়াপাড়া। সেখান থেকে অটোরিকসায় সোনারগাঁও হয়ে গোয়ালদি গ্রামের গোয়ালদি মসজিদের সামনে। তাছাড়া সায়দাবাদ থেকে সরাসরি বাস যায় পানাম নগরে। সেখান থেকে রিকসা করে চলে যাওয়া যাবে গোয়ালদি মসজিদ। গোয়ালদি মসজিদের কাছেই আবদুল হামিদ জামে মসজিদ।

৯। : পুরান বাজার জামে মসজিদ

অবস্থান : পুরান বাজার, চাঁদপুর।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°13’36.4″N 90°38’25.8″E
নির্মাতা : বজলুল গণি পাটওয়ারী।
নির্মাণকাল : ১৯০১-১৯০৬ ইং সাল।
ছবি : নিজ
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৭ ইং
পথের হদিস : ঢাকার সদরঘাট থেকে লঞ্চ বা সায়দাবাদ থেকে গাড়িতে চাঁদপুর। খেয়া পার হয়ে বা ঘুর পথে রিক্সায় পুরান বাজার জামে মসজিদ।

১০। : হাজীগঞ্জ বড় মসজিদ

অবস্থান : হাজীগঞ্জ, চাঁদপুর।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°15’05.9″N 90°51’15.1″E
নির্মাতা : হাজী আহমদ আলী পাটোয়ারী।
নির্মাণকাল : মসজিদের প্রতিষ্ঠাকাল ১৩৩৭ বঙ্গাব্দ।
ছবি : নিজ
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৭ ইং
পথের হদিস : ঢাকা থেকেবাসে গেলে চাঁদপুরের বাস স্টেন্ডের আগেই হাজীগঞ্জ নামতে হবে। আর লঞ্চে গেলে লঞ্চ থেকে নেমে লোকাল বাস বা অন্য পরিবহনে আসতে হবে হাজীগঞ্জ বড় মসজিদে।

7 thoughts on “আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব

  1. ইবাদত ঘর পবিত্র ঘর। আল্লাহতাআলা আমাদের সবাইকে সত্য ইবাদতের তৌফিক দান করুন। আমিন। আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে দস্যু ভাই।

    1. আমার দেখা সুন্দরতম মসজিদগুলির একটা হচ্ছে "বজরা শাহী মসজিদ"।

মন্তব্য প্রধান বন্ধ আছে।