সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন। একটার ব্যবস্থা করলে অন্যটি পিছলে যায় হাতের মুঠো থেকে। কিন্তু যখন তিনটির সমন্বয় করা যায় তখনই একটা ভ্রমণে বেরিয়ে পরা যায়। সমন্বয় করতে পারা সেই সব ভ্রমণের ছবিগুলি থেকে ১০টি ছবি থাকবে এই থ্রেডে যেগুলি আগেই ফেবুতে শেয়ার করা হয়েছে ।
১। বারান্দায়…..
ছবি তোলার স্থান : সাজেক, রাঙ্গামাটি।
ছবি তোলার তারিখ : ১৩/১০/২০১৬ইং
পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > দিঘীনালা > সাজেক।
সকাল কেটে গেলেই মেঘমাচাং এর এই বারান্দায় দৃশ্যপট বদলে যায়।
T O D – পূর্নিমায় মেঘের দেশে
২। নির্বাসনে যাবেন নাকি?
ছবি তোলার স্থান : আরু ভ্যালি, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/০৫/২০১৫ইং
পথের হদিস : আমরা গিয়েছি ঢাকা > কলকাতা > জাম্মু > পেহেলগাম > আরু ভ্যালি।
T O D – কাশ্মীর ইভেন্ট
৩। সবুজের মাঝে
ছবি তোলার স্থান : চন্দ্রিমা উদ্যান, সংসদভবন, ঢাকা
ছবি তোলার তারিখ : ১০/০৪/২০১৭ ইং
৪। পেট্রোনাস টাওয়ার
ছবি তোলার স্থান : কুয়ালালামপুরে, মালয়েশিয়ার।
ছবি তোলার তারিখ : ১৮/১২/২০১০ ইং
৫। কৃত্রিম দ্বীপ
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০২/০৪/২০১৭ ইং
৬। Merlion
ছবি তোলার স্থান : মারলায়ন পার্ক, সিঙ্গাপুর।
ছবি তোলার তারিখ : ১৫/১২/২০১০ ইং
নির্জনতা
ছবি তোলার স্থান : মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত।
ছবি তোলার তারিখ : ২১/০৩/২০১৫ইং
পথের হদিস : ঢাকা > সাতক্ষীরা > নীলডুমুর > মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত।
T O D – সাতক্ষীরা হয়ে সুন্দরবন ইভেন্ট।
৮। হাজাছড়া ঝর্ণা
ছবি তোলার স্থান : হাজাছড়া ঝর্ণা, দিঘীনালা, খাগড়াছড়ী।
ছবি তোলার তারিখ : ১৩/১০/২০১৬ইং
পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > দিঘীনালা > হাজাছড়া ঝর্ণা।
এতো চমৎকার একটা ঝর্ণাতে যেতে তুলনামূলক পাহাড়ি পথে হাঁটার কষ্ট নাই বললেই চলে।
আমি গিয়ে ছিলাম TOD এর সাথে “পূর্নিমায় মেঘের দেশে” ইভেন্টে।
৯। নীল জলের ঢেউ
ছবি তোলার স্থান : কোরাল দ্বীপ, পাতায়া, থাইল্যান্ড।
ছবি তোলার তারিখ : ২০/১২/২০১০ইং
১০। কুঠিবাড়ি
ছবি তোলার স্থান : কুঠিবাড়ি, শিলাইদহ, কুষ্টিয়া।
ছবি তোলার তারিখ : ১৭/০৮/২০১২ইং
পথের হদিস : ঢাকা > কষ্টিয়া > শিলাইদহ > কুঠিবাড়ি।
এমন একটি জায়গা পেলে জীবন পার করে দিতে পারবো দস্যুভাই।
আমিও।
পোস্টের তথ্য আর ছবি সত্যই মনোগ্রাহী। ভাল লেগেছে আমার কাছে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
একই পোস্টে কয়েকটি দেশ দেখলাম। আয়োজনের অভিনন্দন।
* অনেক জায়গায় গিয়েছি, ছবিগুলো আজ আবার নূতন মনে হল…
শুভরাত্রি।