Joba_1_ (12)

আলস্যের জয়গান – ২

আগেই বলা হয়েছে –

কাজ দুই প্রকার।
মোটা দাগে প্রথমটি হচ্ছে – পৃথিবীর উপরিভাগে বস্তুর অবস্থানের পরিবর্তনই হল কাজ।
আর দ্বিতীয়টি হল – অপরকে প্রথম কাজটি করতে বলা

উপরোক্ত দ্বিতীয় কাজটি যারা করেন তাদের পরিধি বিস্তর। শুধুমাত্র যারা প্রথম কাজ করার জন্য আদেশ প্রদান করেন তারাই নন, বরং কি আদেশ প্রদান করা উচিত তার পরামর্শ ও উপদেশ যারা দেন তারাও দ্বিতীয় শ্রেণীভুক্ত।

এই সমস্ত উপদেষ্টার পারিশ্রমিকের পরিমাণ কি হতে পারে তার আলোচনা করা অবান্তর। আমাদের মত দেশের প্রেক্ষিতে তাদের এই উপদেশের জন্য ব্যয় হচ্ছে অন্য যেকোনো ব্যয়ের তুলনায় আকাশ ছোঁয়া। আমাদের রাস্তা-ঘাট, সেতু ইত্যাদি তৈরির ব্যয়ের সিংহ ভাগ যায় উপদেষ্টাদের পকেটে সেটা সবাই জানেন।

এই উপদেষ্টাদের একটি চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। বৈশিষ্ট্যটি হচ্ছে- “স্বাভাবিক ভাবে একযোগে পরস্পর বিরোধী দুটি উপদেশ প্রদান করা; এর নামই রাজনীতি।” আর রাজনীতি নিয়ে কোন কথা আমি কখনো বলি না বলে চুপ রইলাম। বাকিটা আপনারা বুঝে নেন। আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে হয় এই ধরনের কাজের দক্ষতা এখন শুধুই মানুষকে প্রভাবিত করার উপযোগী বক্তৃতা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ

অন্য দিকে আমাদের সরল সাধারণ গ্রামের দিকে তাকাই। গ্রামে এক শ্রেণীর লোক রয়েছেন যাদের প্রয়োজনের তুলনায় অনেক অনেক গুণ বেশী ভূসম্পত্তি রয়েছে, ফলে স্বাভাবিক ভাবেই অন্য আরেক শ্রেণীর প্রয়োজনের জমি টুকুও নেই।

এই সম্পদশালী ভূস্বামীরা কি অলস?
না, তারা কখনোই অলস নন, কারণ তাদের পরিশ্রমটুকু করে দিচ্ছে যাদের ভূসম্পত্তি নেই তারা। বাস্তবিকপক্ষে, এই শ্রেণীর লোকদের আরামদায়ক আলস্যের বাসনা থেকেই ঐতিহাসিকভাবে কাজের প্রশংসা-শ্রমের মর্যাদার জন্ম হয়েছে। আবার এই শ্রেণীর লোকেরই একটা জিনিস কখনোই কামনা করে না, তা হল “তাদের উদাহরণ অন্যেরা অনুসরণ করুক”

বার্ট্রান্ড রাসেল”-এর “আলস্যের জয়গান” নামক বই এর প্রথম অধ্যায়ের কিছু অংশবিশেষ আমার মত করে উপস্থাপন করলাম।

8 thoughts on “আলস্যের জয়গান – ২

  1. আসলে কনফিউজ হয়ে পড়ছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif দুটো দুই মেরুর ব্যাখ্যা হলেও উপস্থাপনের ধরণে আমার তো ত্রাহি ত্রাহি অবস্থা প্রিয় দস্যু ভাই। দুটোই মেনে নিতে ইচ্ছে করছে। আবার মানতেও পারছি না। devil

    1. অনেকটা এই রকম!!
       

      স্বাভাবিক ভাবে একযোগে পরস্পর বিরোধী দুটি উপদেশ প্রদান করা; এর নামই রাজনীতি।

  2. আপনার লেখনি পড়ে ভাবছি , কোনটা মেনে নিবো! আসলে দ্বিমতে পড়ে থতমত খাচ্ছি।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ।  

    1. নিতাই দা, এটা পুরটাই বার্ট্রান্ড রাসেল সাহেবের কেরামতি।

  3. নিজের চুল নিজে ছেঁড়ার ব্যবস্থা করে দিলেন দস্যু ভাই।  সহজ কথায় বিশেষ ধাঁধা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    1. আগামী পর্বেই হবে আলস্যের শেষ পর্ব। সেখানেই খোলসা হবে আসল কথার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।