মেঘ ছুঁয়েছে মনের কথা আকাশ ছুঁয়েছে মন

মেঘ ছুঁয়েছে মনের কথা আকাশ ছুঁয়েছে মন
কিভাবে তোমার পড়লাম প্রেমে, জানিনা কখন।।
বাতাস সম চাই ভাসতে, ঝড়ের মতো যাই উড়ি
তুমি আমি দুজন মিলে স্বপ্নে ঘোরাঘুরি।।

জল চলেছে, জল বলেছে, এদিক পানে আসো
রোদের শোভা অঙ্গে মেখে ঝলমলিয়ে হাসো।।
আমি তো নই জলকন্যা, আমি তো নই জল,
কেমনে আমি সূূর্য স্নানে করবো টলমল।।

যদি আমি প্রপাত হতাম, সপাৎ ধরণী তল
ঠিকঠাক খুঁজে পেতাম তোমার মনের অতল।।

সাঁঝবেলাতে হাওয়ার দোলায় ফুলকলিরা হাসে
সুগন্ধ তার উপচে পড়ে মধুর পরশে।।
মেঘ ছুঁয়েছে মনের কথা আকাশ ছুঁয়েছে মন
তোমার প্রেমেতে মগ্নতা চাই সারাটা জীবন।।

15 thoughts on “মেঘ ছুঁয়েছে মনের কথা আকাশ ছুঁয়েছে মন

  1. যদি আমি প্রপাত হতাম ,সপাৎ ধরনী তল
    ঠিকঠাক খুঁজে পেতাম তোমার মনের অতল ।।

     

    * কবির জন্য শুভ কামনা…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
      আপনার আগামীদিনগুলি ভালো কাটুক।

  2. গীতিকাব্যের জন্য শুভেচ্ছা কবি মি. ইসিয়াক। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. লাইনের শেষে দুটি যতি চিহ্ন থাকলে ধরে নিতে হবে লাইনটি রিপিট হবে। সাধারণত সঙ্গীত বাণীর ক্ষেত্রে এমন নিয়ম দেখেছি। আপনার এই কবিতাটি সম্ভবত গীতিকবিতা ইসিয়াক ভাই। :)

    1. আপনি আসলেই একজন খাঁটি সাহিত্য বোদ্ধা।
      আপনার বুদ্ধিদীপ্ত মন্তব্যে শুদ্ধ হই, ঋদ্ধ হই।

      আপনার দীর্ঘায়ু কামনা করছি।।। ভালো থাকুন

  4. মেঘ ছুঁয়েছে মনের কথা আকাশ ছুঁয়েছে মন। দারুণ রিদমিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।