গাছে গাছে ফোটে ফুল,
ফুল ছড়ায় সুবাস।
ভালো দেখায় সব ফুল,
নানা রূপের প্রকাশ।
মধু লোভী মৌমাছি,
উড়ে আসে ফুলে।
ফুল হতে ফলের,
রহস্য এর মূলে।
গায় পাখী পিউ পিউ,
খাবে পাকা ফল সে।
আহারে নেই মানা,
এবেলায় নয় আলসে।
রবি দেয় আলো বেশ,
বনে বনে লাগে দোল।
খাদ্য ও খাদকের
রকমারী শোরগোল।
আলো চায় ঘাস লতা,
ফড়িং ঘাস লতা খায়।
সেই ফড়িং ব্যাঙের খাদ্য,
সাপের প্রিয় ব্যাঙ চায়।
সাপ ধরে খায়, ঈগল পাখি,
ঈগল শিকার করে মানুষ।
শক্তি প্রবাহের প্রক্রিয়ায়
সবাই অনিবার্য, নাই হুশ।
যদি বাঁচে প্রাণি ও গাছ,
তবে বাঁচবে প্রতিবেশ।
নইলে ক্রমে ক্রমে
ধ্বংস হবে পরিবেশ।
সুন্দর উপস্থাপন ।
শুভ সকাল কবি ইসিয়াক।
চক্র'ই বটে। জীবনের জন্য