এক যে ছিলো কুটুস পুটুস,
কুটুস গেলো হাটে।
কুটুস ফেরার আশায় আশায় ,
পুটুসের বেলা কাটে।
বেলা গেলো সন্ধ্যা হলো,
কুটুস এলো না ফিরে।
নানা চিন্তায় পুটুসের,
গেলো মাথা ধরে।
কুটুস পুটুসের দুই খোকা,
নাম আটুল বাটুল।
বাবার শোকে রাগে দুঃখে
বাধালো ভীষণ গোল।
কোঁদোনা গো আঁটুল সোনা।
কেঁদোনা গো বাটুল।
কুটুস হয়তো গুম হয়েছে,
নয়তো তুলেছে পটল।
তাইনা শুনে আটুল চেঁচায়,
চেঁচায় জোরে বাটুল।
শোকে দুঃখে রাগের মাথায়
পুটুস ছেড়ে চুল।
এমন সময় কুটুস ফেরে
দু হাত ভরা বাজার।
কান্না থামিয়ে মা ছেলে তিনে
হাসছে হাজার হাজার।
2 thoughts on “কুটুস পুটুস [শিশুতোষ ছড়া]”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মন ভালো করে দেয়ার অনন্য মাধ্যম হচ্ছে শিশুতোষ কিছু পড়া। অভিনন্দন কবি।