দেখো আবার এমন কিছু করোনা নিজেই অপমানিত হও পাছে

লোকটি দুঃখী, হত দরিদ্র,
ঠিকমতো নাই চালচুলো।
অভাবে অনটনে কোনরকমে কাটে
গ্রীষ্ম, বর্ষা, শীতগুলো।

দরিদ্র লোকটি বোঝে না সবটুকু,
বোঝে সংসারের জ্বালা।
পেটের দায়ে পথে নামে,
নিয়ে তোমাদের অবহেলা।

তোমরা তো সুধীজন, বিবেকবান,
বোঝো কি দুঃখীর ব্যাথা।
দুঃখীরে তোমরা অপমানিত করো,
করো রস রসিকতা।

ভেবেছো কি এমন যদি হতো,
দুঃখীর স্থানে তোমার পিতা।
তখনও কি তুমি করতে এমন,
নিদারুণ রসিকতা।

দুঃখী তো বোঝে না ভাইরাস কি,
করোনা কোন সে জাতের বিষ।
না হয় তারে তুমি বুঝিয়ে দিতে,
এমন গ্লানি কেন তারে দিস!

দরিদ্ররাও মানুষ, মানুষের মর্যাদা,
দাবী রাখে তোমাদের কাছে।
দেখো আবার এমন কিছু করোনা
নিজেই অপমানিত হও পাছে।

8 thoughts on “দেখো আবার এমন কিছু করোনা নিজেই অপমানিত হও পাছে

  1. দরিদ্ররাও মানুষ, মানুষের মর্যাদা,
    দাবী রাখে তোমাদের কাছে।
    দেখো আবার এমন কিছু করোনা
    নিজেই অপমানিত হও পাছে। :(

    1. মন্তব্যে অনুপ্রাণিত হলাম মুরুব্বী। ভালো থাকুন সবসময়্

  2. স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও কি নেই এদের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif

  3. ভেবেছো কি এমন যদি হতো,
    দুঃখীর স্থানে তোমার পিতা।
    তখনও কি তুমি করতে এমন,
    নিদারুণ রসিকতা।

    ওঁদের হুশ হবে কবে? ওঁদের মতো কিছু অসাধু শিক্ষিত মানুষের কার গোটা শিক্ষিত সমাজ চরম বিপদগ্রস্ত।            

মন্তব্য প্রধান বন্ধ আছে।