এক ঝাঁক হাইকু ৩৭

(জাপানে প্রচলিত ‘হাইকু’ জাপানি কবিতা)

এক
মুখে কি হাসি
হৃদয় পুড়ে ছাই
জীবন বাঁশি।

দুই
কদম ফুটে
বর্ষা এলে; কারো বা
হৃদয় টুটে।

তিন
বারুদ হাতে
অথচ প্রেম ঘ্রাণ
কষ্ট মিলাতে।

চার
বাড়াও হাত
ওরা কষ্টে; সোনালি
প্রতি প্রভাত।

পাঁচ
হৃদয় ভাঁজে
দুঃখ কষ্ট অভাব
বলে না লাজে।

ছয়
কা কা কাকের
কান্না বা হর্ষ তার
চিন্তা কিসের ?

5 thoughts on “এক ঝাঁক হাইকু ৩৭

  1. অসাধারণ মি. সাইদুর রহমান।
    এক ঝাঁক হাইকু সিরিজ ক্রমিকের ৩৭ তম অংশ পড়লাম। :)

    পুরোনো শব্দনীড়ের পুরোনো পাঠকেরা বাকি পর্ব গুলোন পড়ে থাকলেও চলতি শব্দনীড় এর অনেকেই পড়েন নি। আমার পরামর্শ শুরুটা শুরু দিয়ে শুরু হলে বেশী ভালো হতো।

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী।
      বাকিগুলোও প্রকাশ করবো ইনশাল্লাহ।

  2. কঠিন প্রেচেষ্টা । হাইকুর আরো একটা নাম আছে ৫-৭-৫ !

মন্তব্য প্রধান বন্ধ আছে।