মিথ্যে ভালোবাসায় আজ আমি পরাজিত

প্রথম দেখাতেই যদি তোমায় ভালোবাসি এই কথাটা বলতে পারতাম ! তোমাকে ভালোবাসি আমি আজো তোমাকে জানাতে পারি নাই, তোমার জন্য এখনও আমি আমার সেই স্বপ্নের বাড়ীটা তৈরি করে রাখতে পারি নাই। তোমাকে হারানোর ভয় আমি করি নাই, কিন্তু তোমাকে যে পাবো না এই কথাটা আমি জানতাম। তোমার চাহিদা ছিলো না কিন্তু আমি তোমাকে দিতে চাইতাম,
আমাকে ভালোবাসো নাই করেছো অভিনয়, এটা আমি বুঝতে পারি নাই।

আমার বোকামি বলতে পরো তোমার সকল অভিনয় জানার পরেও তোমাকেই ভালোবেসে গেছি আগের মত করেই। আমার বোকামি হলো, তোমাকে ঘৃণা না করে সকল অপরাধের শাস্তি হিসেবে দিছি আমার মনের পবিত্র ভালোবাসা। আমার মনে ছিলো তুমি একদিন হলেও আসবে ফিরে নিজেকে শুধরে নিয়ে। কিন্তু না আমার সকল ভাবনার অবসান ঘটিয়ে তুমি আজ মহা সুখে।

জানিনা এই সুখ চিরকাল তোমার সইবে কিনা, আমিও এক সময় তোমাকে এভাবেই রেখেছিলাম ভালোবাসার বন্ধনে ……

17309032_162353267617903_7484000767537260680_n

রাসেল মিয়া সম্পর্কে

মোঃ মাসুদ পারভেজ মিয়া ( রাসেল )। রাসেল নামেই আমি বেশী পরিচিত এবং এটাতেই বেশী ভালোলাগে আমার। ছোট থেকেই লিখতে ভালো লাগে না আমার তাই কখনও চেষ্টাও করি নাই লেখক হবার। তবে লেখা পড়তে আমার খুব ভালো লাগে বিশেষ করে যখন একা থাকি তখনই সবার লেখা পড়েই বেশীর ভাগ সময় কাটে। তবে গানও শুনি বিশেষ করে আধুনিক গান বেশী শুনি ... লেখা পড়া বেশী করতে পারি নাই ... বি এ কমপ্লিট করবার পরে মাথায় এক ধরনের ঝিঁঝিঁ পোকার আবাস স্থল তৈরি হয় যার কারনে পরবর্তী ধাপ অতিক্রম করা হয়নি। চেষ্টা করি সবার সাথে তাদের মত করে চলতে কিন্তু মানুষ বলে তো কথা; সবার মত হতে পারিনা। কারো থেকে ভালো আবার কারো থেকে অনেক খারাপ। এখন চিন্তায় আছি খারাপের সাথে আর কোন সম্পর্ক রাখবো না।

7 thoughts on “মিথ্যে ভালোবাসায় আজ আমি পরাজিত

  1. লেখাটিকে চিঠি হিসেবে সাজালে মনে হয় আরো ভাল লাগল।

  2. চিঠি আঙ্গিকের লিখাটি বেশ আন্তরিকতার সাথে যত্নের সাথে লিখেছেন বোঝা যায়।
    একান্ত এই উপলব্ধিতে যদিও আমাদের বলার তেমন কিছু থাকে না।
    তারপরও পাঠক হিসেবে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়।

  3. লিখতে থাকুন আরো। একদিন না একদিন আপনার লেখা কাজে লাগবে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।