গোধূলির ধুলো

বিকেলে জানলার ফ্রেমে চোখ রেখে ইলেকট্রিকের তার গুলোকে দেখছিলাম। সুখে, দুঃখে, সারাক্ষণ একে অপরকে ছুঁয়ে আছে। একে অপরের হাত ধরে চলে গেছে বহুদূর। এ যেন এক অদ্ভুত প্রেম। একে অপরের সাথে সহমরণে যাবার অঙ্গীকার বদ্ধ। চোখ গেলো একটি কাক সংসারের দিকে পাশের বাড়ীর গাছে বাসা ওদের। মা কাক, বাবা কাক আর ওদের আদরের ছোট্ট কাক ছানা। ছোটো সংসার সুখী সংসার।

এদিকে বিকেল ভেঙ্গে সন্ধ্যে নেমে আসছে, প্রবাহিত মেঘেরা রং বদলাচ্ছে। হাওয়াদের সাথে খুনসুটি করে সেরে নিচ্ছে প্রীতি বিনিময়।

ঘর ছেড়ে যেসব পাখিরা খাবারের সন্ধানে চলে গিয়েছিল বহুদূর, তারা তাদের ডানায় গোধূলির রং নিয়ে ঘরে ফিরছে প্রিয়তমাকে রাঙিয়ে দেবে বলে। আর আমি এইসব দেখতে দেখতে হারিয়ে যাচ্ছিলাম সেই গোল্লাছুটের মাঠে। ফড়িং, জোনাকিদের সাথে খেলা করার দিনগুলোতে। অতীত মগ্ন হচ্ছিলাম আমি। মনে পড়ছিল সন্ধ্যে বেলায় মায়ের ডাক ঘরে ফেরার জন্য। সবাইকে দিনের শেষে বুঝি ঘরে ফিরতেই হয়? আর যাদের মা ডাকে না তারা কি হারিয়ে যায় গোধূলির ধুলোয়?
দিনের শেষে নিজের ঘরে ফিরতে অনেক আলোকবর্ষ পেরিয়ে গেছে অনায়াসে। মহাশূন্যতার মতো শূন্যতা গ্রাস করে মাঝে মাঝে। নিজের ধ্বনিই প্রতিধ্বনি হয়ে বার বার ফিরে আসে সেই অতীতদিন গুলো থেকে। এখন আর মায়ের ঘরে ফেরার ডাক কানে আসে না।

আকাশে তারাদের আনাগোনা শুরু হয়েছে, একে অপরের কুশল সংবাদ জেনে নিচ্ছে। আজকে আমার ঘরে জ্বেলেছি মিথ্যে মিথ্যে নিয়ন আলো। মনখারাপের ভেলায় চড়ে বেহুলা একাই ভেসে যাচ্ছে মান্দাসে। আমিও আজ ভেসে যাচ্ছি বহুদূরে অনন্ত বিস্তারে, সমস্ত মাধ্যাকর্ষণ ছিন্ন করে।

18 thoughts on “গোধূলির ধুলো

  1. আপনার ভাবনাগুলো ভাষার মাধূর্যতায় এমনভাবে উপস্থাপন করেন যে তন্ময় হয়ে পড়তে থাকি। পরিশেষে একটি উচ্চরণই হৃদয় গহীনে বেজে উঠে আমি মুগ্ধ।

    শুভেচ্ছা আর অভিনন্দন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. হৃদয়ের অনুক্ত উচ্চারণ গুলোন অসাধারণ শব্দে প্রকাশ আপনার লিখনীতে।
    অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া। ভালো থাকুন। ধন্যবাদ। :)

  3. আপনার ভাবনাগুলো ভাষার মাধূর্যতায় এমনভাবে উপস্থাপন করেন যে তন্ময় হয়ে পড়তে থাকি। পরিশেষে একটি উচ্চরণই হৃদয় গহীনে বেজে উঠে আমি মুগ্ধ।
    ফকির সাহেবের কেরামতিতে তার কথাগুলি আমার হাতে টাইপ হয়ে গেল, আমার কিছুই করার নেই।

  4. তন্ময় হয়ে পড়লাম। সত্যি খুবই সুন্দর। মুগ্ধ। অনেক শুভেচ্ছা।

  5. আপনার লেখা পড়ে নিজেও কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম সেই ছোটবেলার স্মৃতিতে। মুগ্ধ হয়ে মুগ্ধতা রেখে গেলাম আপনার সুলেখিত গল্পের মাঝে।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।