ভবিতব্য

: বিশাল নদী দেখলে ডুবে যেতে ইচ্ছে করে।
: তাই?
: হুম। স্রোতের ভিতরে এত সন্তর্পণে ডুবতে ইচ্ছে করে যেন…
: যেন! কি?
: যেন স্রোতও বুঝতে না পারে ডুবে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি চিরদিনের জন্য।
: অদ্ভুত! শুধু এসব ভাবনা মনে আসে?
: না। অন্য ভাবনাও মনে আসে।
: যেমন?
: যেমন– তোমাকে মনে হয় প্রমত্তা যমুনা..
: যমুনায় ডুবে যেতে ইচ্ছে করে?
: নাহ, ভেসে থাকতে ইচ্ছে করে।

কারো মুখে কথা নেই। ডুবগ্রস্থ উন্মাদ জানে বহু আগে নদী দখল হয়ে গেছে। নদীর নরম মন, ভীষন করুণা হয়, মায়ায় বোঝায়-
: যমুনা নেই তো কি হয়েছে! তোমাকে ভেসে থাকতে হবে পদ্মায়.. সুরমায়.. কাবেরীতে..
হেসে ওঠে উন্মাদ-
: ডুবে যাওয়া যখন ভবিতব্য, তখন ডুবা’ও একধরণের ভাসা।

রেলব্রিজের নিচে বয়ে চলে ভৈরব। ছলাত ছলাত নামতা পড়ে- টাইম এন্ড টাইড ওয়েট ফর নান… টাইম এন্ড টাইড ওয়েট ফর নান… টাইম এন্ড টাইড…।

17 thoughts on “ভবিতব্য

  1. ছলাত ছলাত নামতা পড়ে- টাইম এন্ড টাইড ওয়েট ফর নান… 

    অসাধারণ আবু সাঈদ ভাই https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।