এক টুকরো হৃদয় কেটে দিলাম তোমায়,
তুমিই তো এখন আমার স্থির আকাশ,
অথচ জানি, এই স্থির আকাশেও
একদিন ঝড় উঠবে, অস্থির হবে।
আবার রক্তাক্ত হবে ছিন্নভিন্ন হৃদয়।
জানি আলো শেষ হবার পরেও
তোমায় দেখতে পাবো না।
বুকের ভেতর থেকে যাবে তুমি
পৃথিবীর প্রথম দিনের সূর্যের মতো।
আবার প্লাবনে ভাসবে আমার চোখ।
প্রতিদিন মঞ্জরিত আমি তোমার প্রেমে,
তৃষ্ণার এক অঞ্জলি আমি,নেফারতিতি।
অদৃশ্য তুমি ভাসিয়ে নিয়ে যাও আমায়।
হিমেল হাওয়ায়, দক্ষিনের হাত ধরে
ক্ষেতের দিকে, কাজল জলের সাথে
বয়ে যাওয়াই হল আমার পথ।
“এক টুকরো হৃদয় কেটে দিলাম তোমায়,
তুমিই তো এখন আমার স্থির আকাশ,
অথচ জানি, এই স্থির আকাশেও
একদিন ঝড় উঠবে, অস্থির হবে।”
__ অসাধারণ লাগে আপনার প্রতিটি লিখা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া।
শুভেচ্ছা জানবেন প্রিয় বন্ধু
তৃষ্ণার এক অঞ্জলি আমি,নেফারতিতি।
ধন্যবাদ আপু
অনেক সুন্দর করে লিখেছেন

শুভকামনা থাকলো আপনার জন্য।
শুভেচ্ছা অফুরান
ভীষণ ভালো লাগা কবিতা কবি রিয়া রিয়া দি। অভিনন্দন।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন দিদি ভাই।
চমৎকার লিখেছেন কবি রিয়া রিয়া চক্রবর্তী।
শুভেচ্ছা কবি সুমন আহমেদ দা।
সুন্দর কবিতা। শুভেচ্ছা রাখলাম দিদি।
শুভেচ্ছা প্রিয় দিদি ভাই।
সুন্দর ব্যঞ্জনা শুভকামনা
শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই।
একটি সুন্দর উপস্থাপনা। ভালো লাগলো। মুগ্ধ হলাম।
শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
শুভেচ্ছা প্রিয় কবি দা।
দারুণ লাগলো দিদি। আপনার সব লেখাই আমার প্রিয়। এই কবিতাও। শুভেচ্ছা জানবে। সাথে শারদিয়া শুভেচ্ছাও থাকলো।
অনুপ্রেরণা পেলাম দাদা ভাই।
প্রতিদিন মঞ্জরিত আমি তোমার প্রেমে,
তৃষ্ণার এক অঞ্জলি আমি,নেফারতিতি।
খুবই ভাল লাগ রিয়াপু । শুভেচ্ছা রইল।
ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন আনু দা।