থাকুক বিষাদ এসো এখন জীবন কথা বলি।
দিনের আভাস রাতের শেষে
আঁধার যখন আলোয় মেশে
আবছা হওয়া স্বপ্ন গুলো
মেলছে দু’চোখ উড়িয়ে ধুলো
আলতো করে সাজিয়ে রাখি প্রেমের পদাবলী।
20 thoughts on “ছড়াক্কা (৪)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
থাকুক বিষাদ এসো এখন জীবন কথা বলি।
দিনের আভাস রাতের শেষে
আঁধার যখন আলোয় মেশে
আবছা হওয়া স্বপ্ন গুলো
মেলছে দু’চোখ উড়িয়ে ধুলো
আলতো করে সাজিয়ে রাখি প্রেমের পদাবলী।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
"৬ লাইনের ছড়া বা কবিতা। অল্প কথায় মনের ভাব প্রকাশের বেশ জনপ্রিয় ফরম্যাট এটি। ছড়াক্কার সাধারণ নিয়ম, এটি ছয় লাইনের হবে। প্রথম ও শেষ লাইন হবে বড়, এদের মধ্যে অন্তমিল থাকবে।" ঠিক তেমনটাই পেলাম কবি রিয়া চক্রবর্তী। অভিনন্দন।
ধন্যবাদ প্রিয় বন্ধু। সুপ্রভাত।
অসাধারণ


শুভেচ্ছা প্রিয় কবি দা।
অল্প শব্দে লেখা প্রেমের পদাবলী কিন্তু অসাধারণ হয়েছে, শ্রদ্ধেয় কবি রিয়া দিদি। শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ প্রিয় কবি দা।
"আবছা হওয়া স্বপ্ন গুলো
মেলছে দু’চোখ উড়িয়ে ধুলো
আলতো করে সাজিয়ে রাখি প্রেমের পদাবলী।"
-মনকাড়া বিনির্মাণ। অপার মুগ্ধতা নিয়ে পড়েছি!
শুভেচ্ছা কবি মিড দা। আশা করি ভাল আছেন।
আশা করি, আপনি ভালো। শুভেচ্ছা নিন দিদি।
আমি ভাল দাদা।
আলতো করে সাজিয়ে রাখি প্রেমের পদাবলী।
* অসাধারণ কথাবিন্যাস!!!! বিমুগ্ধ….


খুশি হলাম প্রিয় কবি দা।
অভিনন্দন কবি রিয়া চক্রবর্তী।
ধন্যবাদ প্রিয় কবি দা।
৬ লাইনের ছড়া বা কবিতা আমার ভেতরও আগ্রহ তৈরী করেছে দিদি।
লিখুন দিদি ভাই। আমার বিশ্বাস আপনি অনেক ভাল করবেন।
মুগ্ধতা কবি রিয়া দি।
শুভেচ্ছা নেবেন দিদি ভাই।
মনের কলি ই পদাবলী শুভকামনা দিদি
আপনার জন্যও শুভকামনা দিদি ভাই।