কবিতার মুক্তি চাই

নিষ্প্রেশিত কিছু শব্দের আর্তনাদ
শুনতে কি পাও না তুমি,
অবুঝ ছন্দ-বৃত্তের শেকল থেকে
কবিতা আজ চায় মুক্তি।

বৃত্তের সীমাবদ্ধ পথের পরিধি
বন্য ঘাসে যাবে ঢেকে একদিন,
বৃদ্ধ ছন্দ গুলো হবে ম্লান
আমাদের পূর্ব পুরুষদের মতন;
রয়ে যাবে ইতিহাসে
স্বর্ণোজ্জ্বল অধ্যায় হয়ে,
যেভাবে মঙ্গলকাব্য চর্যাপদ আছে বেঁচে
বাংলা সাহিত্যের ইতিহাসে।

জানি বন্দী শব্দগুলো
একদিন পাবে মুক্তি,
সৃষ্টি করবে নতুন পথ।
যে পথে হাঁটবে কবিতা,
সদ্য হাঁটতে শেখা শিশুর মত।
বন্দী অব্যক্ত কল্পনা গুলো
ছুটবে সে পথে,
সুফিয়া কামালের সেই দস্যি
নওল কিশোরকে হারাতে।

কেন ভুলে যাও তুমি
অগ্রজদের অমর বাণী –
‘পথ পথিকের সৃষ্টি করে না
পথিকই করে পথের সৃষ্টি ‘।

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

18 thoughts on “কবিতার মুক্তি চাই

  1. ‘পথ পথিকের সৃষ্টি করে না; পথিকই করে পথের সৃষ্টি'।

    কবিতার বন্দীদশা থেকে কবিতার মুক্তি হোক। শুরু হোক নতুন পথচলা। আবশ্যকীয় বাণীর জন্য আপনাকে ধন্যবাদ কবি মি. রোমেল আজিজ। শুভ সকাল। :)

  2. বৃত্তের সীমাবদ্ধ পথের পরিধি
    বন্য ঘাসে যাবে ঢেকে একদিন,
    বৃদ্ধ ছন্দ গুলো হবে ম্লান
    আমাদের পূর্ব পুরুষদের মতন;
    রয়ে যাবে ইতিহাসে
    স্বর্ণোজ্জ্বল অধ্যায় হয়ে, https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    সুন্দর লেখা

  3. ‘পথ পথিকের সৃষ্টি করে না
    পথিকই করে পথের সৃষ্টি ‘।

     

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4.  সঠিক বলেছেন প্রিয় কবি! কবিতা একদিন বর্তমান গ্রামার ছেড়ে গ্রহণ করবে নতুন এক গ্রামার! হয়তো সময়ই তা করে দেবে!!!

  5.  

    কবিতার মুক্তি চাই কবি— তাকে বন্দি করে রেখেছে কে সেটার খোঁজ নিয়ে সেই হিটিলারেরও সাজা চাই। 

    কবিতা  ভাল লাগলো 

  6. জানি বন্দী শব্দগুলো
    একদিন পাবে মুক্তি,
    সৃষ্টি করবে নতুন পথ।—————–

মন্তব্য প্রধান বন্ধ আছে।