আজকের আলোচনা মাত্রাবৃত্ত ছন্দ- অরনি বলে।
ছড়াদাদু বলেন- হ্যাঁ, তবে শুরু করা যাক।
একটু থেমে বলেন – মাত্রাবৃত্ত ছন্দে মুক্তদল একমাত্রা ও রুদ্ধদল দুইমাত্রার হয়। যেমন ধর – গন্ধ =গন্+ ধ, এখানে গন রুদ্ধদল। ধ মুক্তদল। স্বরবৃত্তে গন্ধ শব্দটি দুইমাত্রা। কিন্তু মাত্রাবৃত্তে গ+ন+ধ, মানে তিনমাত্রা।
আদৃতা বলে – মানে যুক্ত বর্ণগুলো দুইমাত্রা হয় মাত্রাবৃত্তে।
-একদম ঠিক বলেছো তুমি।
তবে স্বরবৃত্ত যেমন শুধুমাত্রা চারচার মাত্রার পর্ব মেনে চলে মাত্রাবৃত্ত কিন্তু তা নয়।
দীপেন বলে – তাহলে?
– এটি চার, পাঁচ, ছয় এমনকি সাতমাত্রার পর্বচলনেও হয়। চারমাত্রার চলনটি একটু দ্রুতলয়ের।
মামুন বলে -যেমন?
– ফিটফাট/ বাবু সেজে/ পায়চারি/ রাতদিন- ৪+৪+৪+৪ অথবা, ছিপখান/ তিন দাঁড়/ তিনজন/ মাল্লা- ৪+৪+৪+৩।
“দুর্গম গিরি/ কান্তার মরু/ দুস্তর পারা/ বার। ৬ + ৬ + ৬ + ২।
এটি ছয়মাত্রার পর্বে ও শেষে দুইমাত্রার অতিপর্ব।
দুর্গমগিরি-র লাইনটি ছড়াদাদু এবার একটু টেনে পড়লেন।
-দেখ মাত্রাবৃত্তের রুদ্ধদলও যেহেতু দুইমাত্রা তাই এদের পূর্ণতা দিতে একটু টেনে পড়তে হয়।
আবার দেখ- এইখানে তোর/ দাদির কবর/ ডালিম গাছের/ তলে
অনিক বলে- ছয়মাত্রার মাত্রাবৃত্ত।
-হ্যাঁ, তবে মজাটা হল – এই+খা+নে+তোর/ দা+দির +ক+বর/ ডা+লিম+গা+ছের/ ত+লে -৪+৪+৪+২
– আদৃতা বলে।
দাদু বলেন- কিন্তু সবক্ষেত্রে এটা হয়না। তবে অনেকে মাত্রাবৃত্তের সাথে স্বরবৃত্তকে গুলিয়ে ফেলে।
আসলে মাত্রাবৃত্তকে একটু টেনে পড়তে হয়, তবে আর সমস্যা হয় না।
এই নিয়মে ছয় মাত্রার ৩টি পর্ব আর দুই মাত্রার ১টি অতিপর্ব আছে। এখানে প্রতিটি রুদ্ধদল দুইমাত্রা।
অতিপর্ব ছাড়াও লেখা যেতে পারে।
“তোমার মুখ আঁকা/ একটি দস্তায়/
লুটিয়ে দিতে পারি/ পিতার তরবারি/”৭ + ৭=১৪ দেখ,
এখানে দুটি সাত মাত্রার পর্ব, কোন অতিপর্ব নেই।
(চলবে)প্রকাশিত।
শুভ সকাল মি. শংকর দেবনাথ। জটিল অংকের বিষয় গুলোন মাথায় নিতে একটু সমস্যা হচ্ছিলো জন্য সরাসরি কপি করে রাখলাম। আমি একটু সময় নিয়ে অবসরে পড়তে চাই।
আচ্ছা, দাদা। আলোচনা কি জটিল হয়ে যাচ্ছে? আমি সহজসরল করেই লিখতে চাইছি। ছন্দবিশারদের মত কঠিন বাক্যবিন্যাস আর গুরুগম্ভীর উপস্থাপনার দিকে যেতে চাই না
না মনে হয়। এভাবেই চলুক। যাদের প্রয়োজন তারা ঠিকই বুঝে নেবে।
আচ্ছা
কিছু বিষয় শিখে নেয়া গেলো। শুভেচ্ছা শংকর দা।
ধন্যবাদ দাদা
বেশ ভালো একটি পোস্ট,,,উপকৃত হলাম
ধন্যবাদ
অসাধারণ।
ধন্যবাদ
* শিক্ষণীয় পোস্ট…
ধন্যবাদ
পাঠশালায় উপস্থিতি দিলাম।
আগ্রহান্বিত হলাম আপামনি
ঐ যে দীপেনদের সাথে একজন আছে, সে ভাবছে স্বরবৃত্ত আর মাত্রাবৃত্ত হয়ে গেলো। বাকি থাকলো অক্ষরবৃত্ত, তারপরই আমার প্রশ্নটা করবো।
হ্যাঁ,
অনেক অনুপ্রেরণা পেলাম দাদা
ধন্যবাদ