অপাংক্তেয়

শেষ যে উল্কাটা খসে পড়লো,
সে পথে এখনো খুঁজলে পাবে
আমাদের পায়ের ছাপ।
.
হয়তোবা এ কয়দিনে
শীতের কিছু ঝরা পাতা,
শিমুলের বিচ্ছিন্ন তুলো
অথবা বন মোরগের
পাখার ঝাপটার ধূলো,
দিয়েছ ঢেকে ছাপগুলো।
ধূলোয় পাতায়
যায় ঢেকে স্মৃতি গুলো।
.
অভিমান অভিযোগে
হারায় নিঃসংগ সময়,
কাটে দীর্ঘ রাত্রির পরে
দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিহীন
দীর্ঘ এক একটা দিন।
কাটে দীর্ঘ দিনের পরে
একেকটা নির্জন রাত্রি
দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিহীন।

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

10 thoughts on “অপাংক্তেয়

  1. কবিতাটি পড়লাম কবি দা। বেশ অনিয়মিত দেখতে পাচ্ছি আপনাকে। :)

  2. ধীরে ধীরে সময় নিয়ে পড়লে আপনার কবিতার আস্বাদ সহজেই পাওয়া যায়। শুভেচ্ছা কবি রোমেল আজিজ ভাই। :)

  3. হয়তোবা এ কয়দিনে শীতের কিছু ঝরা পাতা,
    শিমুলের বিচ্ছিন্ন তুলো অথবা বন মোরগের
    পাখার ঝাপটার ধূলো, দিয়েছ ঢেকে ছাপগুলো।
    ধূলোয় পাতায় … যায় ঢেকে স্মৃতি গুলো।

    লিখায় অসাধারণ অনুভবীয় কম্বিনেশন। অভিনন্দন মি. রোমেল আজিজ। শুভ সন্ধ্যা।

  4. শেষ যে উল্কাটা খসে পড়লো,
    সে পথে এখনো খুঁজলে পাবে
    আমাদের পায়ের ছাপ।

    পায়ের ছাপে জরিয়ে ছিলো

    ভিষণ অভিশাপ
    .
    হয়তোবা এ কয়দিনে
    শীতের কিছু ঝরা পাতা,
    শিমুলের বিচ্ছিন্ন তুলো
    অথবা বন মোরগের
    পাখার ঝাপটার ধূলো,
    দিয়েছ ঢেকে ছাপগুলো।
    ধূলোয় পাতায়
    যায় ঢেকে স্মৃতি গুলো।

    ঢেকে যাওয়া  স্মৃতি গুলো

    বরষা পেলেই নতুন সুর

    থাকবে তখন নতুন পথে

    আমার  থেকে অনেক দূর।
    .
    অভিমান অভিযোগে
    হারায় নিঃসংগ সময়,
    কাটে দীর্ঘ রাত্রির পরে
    দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিহীন
    দীর্ঘ এক একটা দিন।
    কাটে দীর্ঘ দিনের পরে
    একেকটা নির্জন রাত্রি
    দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিহীন।

    পাহাড় মানেই উচ্চতা  নয়

    খুঁজতে থাকো মনের বাঁক

    নিঃসংগ সময় জানিয়ে দেবে

    ভালোবাসার ভোরের ডাক।

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wink.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_unsure.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. নিজের নামটা খেয়ালী মন দিলেও আমার কবিতা এতো মনযোগ দিয়ে পড়া আর এতো বিশ্লেষন সহ মন্তব্য করায় আমি অভিভূত… অশেষ ধন্যবাদ……

মন্তব্য প্রধান বন্ধ আছে।