ফুটেছে নাইট কুইন সৌরভ ছুটেছে


হযরত জলিল শাহ-এর মাজারে ফোটা দুর্লভ নাইট কুইন। দেখতে ঠিক পদ্মফুলের মতো।

নারায়নগঞ্জ গোদনাইল হাজারীবাগের হজরত জলিল শাহ মাজারে ফুটেছে দুর্লভ নাইট-কুইন ফুল। দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো। নাইট কুইন ফুলের রঙ ধবধবে সাদা ৷ মৃদু একটা সৌরভ আছে এই ফুলের। ফুল ফুটে থাকে রাতের শুরু থেকে মধ্য রাত পর্যন্ত। মধ্য রাত পার হলেই ফুল মিলিয়ে যেতে শুরু করে। আর সেই রাতের অন্ধকারে হয় নাইট-কুইন ফুলের জীবনাবসান। তাই হয়তো এই ফুলের নাম হয়েছে রাতের রাণী নাইট-কুইন (night-queen)। যাকে বলা হয় দুর্লভ একটি ফুল। এর প্রকৃত তথ্য হচ্ছে, এটা যতটা দুর্লভ ফুল ভাবা হয়, আসলে ততখানি নয়। কিছুটা বিরল ক্যাকটাস জাতীয়।


লম্বা লম্বা পাতায় লতার মতো গাছে দেখা যাচ্ছে সৌভাগ্যের প্রতীক নাইট কুইন ফুল।

জানা যায় নাইট কুইন ফুলটির আদি নিবাস আমেরিকার দক্ষিণাঞ্চল এবং মেক্সিকোতে। নাইট-কুইনের বৈজ্ঞানিক নাম ( peniocereus greggii )। যার দেখা মেলে গাছ লাগানোর আনেক দিন পর। প্রচলিত ধারণায় এটাকে সৌভাগ্যের প্রতীকও মনে করে থাকে অনেকে। তবে দুর্লভ ফুল হিসাবে নয়, ফুলের চির স্নিগ্ধ শুভ্র-প্রবিত্র রূপকে সবাই বেশি পছন্দ করে। আর নাইট কুইন ফুলের সৌন্দর্য নিয়ে কেউই দ্বিমত পোষণ করে না। নাইট-কুইন ফুল নিয়ে পৃথিবী জুড়ে বহু কাহিনী ছড়িয়ে আছে। সবচেয়ে বিখ্যাত কাহিনীর অবতারণা ঘটেছিল দু’হাজার বছর আগে বেথেলহ্যাম নগরীতে।

m.youtube.com/watch?v=oaGwCSfrk_Q
গতবছর ইউটিউবে আমার আপলোড করা একটা ভিডিও।

তখন নগরীর প্রত্যেক বাড়িতে নাইট-কুইন ফুলগাছ ছিল। এক রাতে ঘটল আশ্চর্যজনক ঘটনা! প্রত্যেক বাড়ি নাইট-কুইন গাছে ফুলে-ফুলে ছেয়ে গেল। এই ঘটনায় কৌতূহলী নগরবাসী এক বাড়ি থেকে আরেক বাড়ি দৌড়াদৌড়ি শুরু করে দিল। তাঁরা বুঝে উঠতে পারল না প্রকৃতি কেন এক অজানা উৎসবে মেতে উঠেছে। পরে অবশ্য সবাই আসল ঘটনা বুঝতে পেরেছিল নগরবাসী। সেই রাতে বেথেলহ্যামের ঘোড়ার আস্তাবলে জন্ম হয়েছিল এক মহাপুরুষের। যিনি ছিলেন যিশু খ্রীষ্ট। বেথেলহ্যামের সব নাইট-কুইন সে রাতে মেতে উঠেছিল যিশুখ্রীষ্টের জন্মোৎসবে। এ জন্য আজও অনেকের কাছে এ ফুলটি বেথেলহ্যাম ফ্লাওয়ার নামেও পরিচিত ৷


মাজারে দায়িত্বে থাকা এলাকার গণ্যমান্য ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা জনাব মহিউদ্দিন সাহেব ও সৌন্দর্যের প্রতীক দুর্লভ নাইট কুইন ফুল।

আর আজ থেকে প্রায় বিশবছর যাবৎ এই দুর্লভ নাইট-কুইন ফুলটা নিয়মিত ফুটছে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল হাজারীবাগ হযরত জলিল শাহ’র মাজার শরিফে। সন্ধ্যার পর-পর প্রবিত্র এই মাজারে প্রবেশ করলেই এই ফুলের স্নিগ্ধ সৌরভে মন-প্রাণ বিচলিত হয়ে উঠে। আমার জানামতে এই দুর্লভ নাইট-কুইন ফুলটি নারায়নগঞ্জের আর কোথাও নেই। গাছের পাতা থেকে ফুলের কলি, তারপর ফুল। আবার পাতা থেকে গাছের জন্ম। পাতা মাটিতে পরলেই কিছুদিন পর আস্তে আস্তে পাতা থেকে শিকড় গজায়। এরপর হয় গাছের জন্ম। গাছগুলো লম্বা লম্বা পাতায় লতা আকৃতির হয়ে থাকে।


এবার শুরুতেই অনেক নাইট কুইন ফুল ফুটেছে। যা গতবছরের চেয়েও অনেক বেশি।

এই মাজার শরিফ থেকে অনেকেই নাইট-কুইন ফুল গাছের পাতা নিয়ে রোপণ করেছিল ফুল জন্মানোর আশায়, কিন্তু হয় নাই। এই মাজার শরীফের ওরশ মোবারক প্রতি বছর তিনবার হয়ে থাকে, যথাক্রমে পহেলা ফাল্গুন, আটাশে ভাদ্র, একুশে কার্তিক। ওরশ উপলক্ষ্যে এই মাজারে বহু লোকের সমাগম ঘটে। এই মাজারের ওরশ মোবারক উপলক্ষ্যে সবচেয়ে বেশি লোকের সমাগম ঘটে একুশে কার্তিক। কারণ শুধু একটাই, তা হলো এই দুর্লভ নাইট কুইন ফুলের জন্য। আগত লোকজনের দৃষ্টি থাকে এই নাইট কুইন ফুলের দিকে। প্লাস্টিকের বড় ড্রাম আকারের টবে সারিবদ্ধভাবে রাখা ফুল সহ গাছগুলো খুব সুন্দর দেখা যায়।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

15 thoughts on “ফুটেছে নাইট কুইন সৌরভ ছুটেছে

  1. * সত্যিই এক দূর্লভ ফুল

    নাইট কুইন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. গতবারের চেয়ে এবার অনেক ফুল ফুটেছে শ্রদ্ধেয় দাদা। এই ফুল দেখতে প্রতিদিন সন্ধ্যা হতে জলিল শাহ মাজারে অনেক লোকের সমাগম ঘটে। আমিও মাঝেমধ্যে গিয়ে দেখি।

  2. নাইট কুইন ফুল নিয়ে আমার মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। আজীবন কেবল শুনেই এলাম কখনও স্বচক্ষে এই ফুল আমি দেখিনি। সামাজিক মাধ্যমে এমন সময় এমন জায়গার ছবি দেখতে পাই; তখন আর কোন উপায় থাকে না দেখতে যাওয়ার।

    শুভ সকাল মি. নিতাই বাবু। ধন্যবাদ। :)

    1. নাইট কুইন ফুল দেখতে খুবই সুন্দর শ্রদ্ধেয় কবি দাদা। সবচেয়ে বেশি অবাক লাগে পাতা থেকে বের হওয়া ফুল এবং ফুলের কলিগুলো দেখলে। আবার পাতা থেকেই গাছের জন্ম। মোটকথা এর সবকিছুই এক অলৌকিক কাণ্ড। 

    1. আপনার মামার বাড়ি হাজীগঞ্জ এম সার্কাস এলাকায়। আর এই ফুলের বাগিচা হলো লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ ঘেঁষা হাজারীবাগ এলাকায়। এ সময়ের মধ্যে আসলেই রাতের রানীর দেখা পেতে পারেন।

      1. আপনার মামার বাড়ি হাজীগঞ্জ?

        আমার মামার বাড়ি পূর্বরামপুরা।
         

        গতকাল রাতে একজন দাওয়াদ দিলেন, কমলাপুর মায়াকানন বৌন্ধ মন্দিরে ফুটেছে। কিন্তু গতকাল সারা দিন বাইরে বাইরে ঘুরে রাতে বাড়ি ফিরে আবার বের হতে ইচ্ছে করে নি।

        ধন্যবাদ আপনাকে তথ্যটা জানানোর জন্য।

      2. শ্রদ্ধেয় দাদা, আমার করা একটা পোস্টে আপনি গুগল ম্যাপের একটা স্কিনশর্ট ছবি দিয়েছিলেন। ছবিটা ছিল নারায়ণগঞ্জ হাজীগঞ্জ এম সার্কাস এলাকার। আবার লিখেছিলেন আপনার মামা বাড়ি ঐ এলাকায়। তাই আমি বলেছি আপনার মামার বাড়ির সামনেই তো এই নাইট কুইন ফুল ফুটেছে।

    1. যাকে বলে রাতের রানী । আবার সৌভাগ্যের প্রতীকও।

  3. নাইট কুইন ফুলকে আমি জাগতিক বিষ্ময় বলি। এর জন্ম আর মৃত্যু আমাকে যথেষ্ঠ ভাবায়। শেয়ার করে ভালো করেছেন নিতাই দা।

    1. সবই মহান সৃষ্টিকর্তার ইচ্ছা শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। 

  4. নাইট কুইন আমার প্রিয় ফুল। এক সময় ভীষণ শখ ছিলো বাগান করার। :)

    1. শ্রদ্ধেয় রিয়া দিদি, এই ফুল নাকি সৌভাগ্যের প্রতীক ! আমার কাছে সত্যি তা-ই মনে হয়! কেননা, এখান থেকে অনেক কোটিপতি ব্যক্তিরাও গাছের পাতা নিয়ে রোপণ করেছিল। কারোর স্বপ্নই পূরণ হয়নি। বলছিলাম, আপনি একবার ভেবেছিলেন এই ফুলের বাগান করবেন তাই। 

      ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি।

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।