যে শহর ঘুমিয়ে পড়ে অসময়ে,
ক্লান্ত মানুষের শ্রান্তি ভুলে।
জীবন্মৃতের মতন পড়ে রয়
স্বপ্নগুলো বেহিসাবে যে শহরে;
সেই শহর তো আমার নয়।
যে শহরে পড়ে থাকে আজ
হাজারো স্বপ্নের লাশ,
রঞ্জিত রাজপথ আর
বারুদের গন্ধে ভরা বাতাস;
সেই শহরতো আমার নয়।
যে শহর ঘুমিয়ে পড়ে অসময়ে,
ক্লান্ত মানুষের শ্রান্তি ভুলে।
জীবন্মৃতের মতন পড়ে রয়
স্বপ্নগুলো বেহিসাবে যে শহরে;
সেই শহর তো আমার নয়।
যে শহরে পড়ে থাকে আজ
হাজারো স্বপ্নের লাশ,
রঞ্জিত রাজপথ আর
বারুদের গন্ধে ভরা বাতাস;
সেই শহরতো আমার নয়।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় শব্দ বা ভাবনার উপাদান খুব বেশী অচেনা না হলেও কবিতার প্রয়াশ ভালো লেগেছে। অভিনন্দন মি. রোমেল আজিজ। আশা করবো ভালো আছেন।
স্বপ্নগুলো বেহিসাবে যে শহরে; সেই শহর তো আমার নয়। ___ আমাদের হতে পারে না।
দারুণ কবিতা কবি রোমেল আজিজ ভাই।
কবিতার রিদম কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। দারুণ টোন প্রিয় কবি দা।
সুন্দর কবিতা।
তবু এ শহর আমার–
ভাবতে হয়, আমাদের শহর নিয়ে। কবিতায় ভালোলাগা রোমেল আজিজ ভাই।