জীবনটাও যে বড্ড জটিল
অনেকটা সরল অংকের মতোই।
প্রথম, দ্বিতীয়, তৃতীয়
বন্ধনী পার হওয়ার আগেই
যে থাকে রেখা বন্ধনীর বাঁধা।
কোন মতে তা না হয়
পার হওয়া গেল,
কিন্তু এরপর–
এরপর শুরু গোলকধাঁধা ;
গুণ আগে না ভাগ আগে
তার সিদ্ধান্ত নেওয়ার আগেই
বেজে উঠে প্রথম ঘন্টা শেষের ধ্বনি;
এখনো যে বাকি সুদকষা, জ্যামিতি,
পাটিগণিত আর পরিমিতি!
সরলটা না হয় পরেই মিলাবো;
কর্জের সুদ আর বাকির হিসাব
আসল মেলাতেই মাথার হাত,
সুদ তা তো এক সমুদ্র দূর
আহারে জীবন —
ভাবতে গিয়েই
আরেক ঘন্টা পার-
ঢং ঢং ঢং
ধুর ছাই আর সময় তো নাই
এখনো যে বাকি জ্যামিতি
পাটিগণিত আর পরিমিতি!
“ত্রিভুজের তিন কোণের সমষ্টি
দুই সমকোণের সমান ”
শুধু এটা প্রমাণ করতে পারলেই
তোদের সবই হবে আমার ;
সময় বাকি মাত্র মিনিট পনেরো —
সাত মিনিট তের সেকেন্ডেই
প্রমাণ করে দিলাম
পয়া অপয়ার মাঝে শুধু
মিনিট ব্যাবধান;
শুধু সময় মতো
টুকতে পারলেই হলো।
রাজার নীতি নিয়ে মাথায়
আমাকে কে আর পায় ;
সরল জীবনের ভুল গুলো
এখন যে সুদাসলে
উসুলের সময়—
—————————
শেওড়াপাড়া, ঢাকা
২৯/০৭/২০১৯
বেশ কিছুদিন পর আপনার কবিতা পড়লাম কবি রোমেল আজিজ ভাই।
কবিতা উপহারের জন্য আপনাকে শুভেচ্ছা মি. রোমেল আজিজ।
গাণিতিক জীবন বেশ কঠিন মনে হলো ভাই।
ওয়াও কবি রোমেল ভাই। অনেকদিন পর এসে বাজিমাৎ করে ফেললেন দেখছি।
শুভেচ্ছা নিন প্রিয় কবি দা।
সুন্দর কবিতা।
সহজ সরল সুন্দর কবিতা
সত্যি জীবনটা জটিল । কবিতা অসাধারণ ভালো লেগেছে।