মেঘেতে রোদ্দুর
আমি জলোচ্ছাসেও তোমাকে কাছে চেয়েছি সুনামিতেও ভরপুর
বুকের মাঝে রাখতে চেয়েছি তোমাকে সে প্রেমেতেও অচিনপুর
বড্ড ভালোবেসে ফেলেছি প্রিয়া, তোমার যন্ত্রণাতেও সুখ সকাল দুপুর
তোমার প্রেমহীন একাকিত্বেও আজ পাড়ি দিতে পারি উত্তাল সমুদ্দুর।
মেঘেতে রোদ্দুর
আমি জলোচ্ছাসেও তোমাকে কাছে চেয়েছি সুনামিতেও ভরপুর
বুকের মাঝে রাখতে চেয়েছি তোমাকে সে প্রেমেতেও অচিনপুর
বড্ড ভালোবেসে ফেলেছি প্রিয়া, তোমার যন্ত্রণাতেও সুখ সকাল দুপুর
তোমার প্রেমহীন একাকিত্বেও আজ পাড়ি দিতে পারি উত্তাল সমুদ্দুর।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বাহ্। চমৎকার এবং রোম্যান্টিক একটি লিখা তো !!