নতুন কাহিনীর গোড়াপত্তন…

মুখে মুখে ঘুরে সাতকাহন,
দহনের এপিঠ –ওপিঠ
মরণ আসক্তির মতন পোড়ে নিরন্তর;
একটি কাহিনী পোড়া হলে
নতুন আরেকটির গোড়াপত্তন…
কবে কোন কটাক্ষে ধরা পড়েছে উল্কা পতন
কোন জলে ভেসেছে বালিহাঁস,
কোন বুলিতে ফেঁসেছে অমুক-ডেকেছে সর্বনাশ!
এসবে তারা মরিয়া, বেজায় খুশি-
চিনে কাহনের সাত দরিয়া-কখনো কখনো তা’রো বেশী!

উজানে বইছে তরী
সারি সারি বক, মাছের ঝাঁক তরঙ্গের লুকোচুরি…
কলসি কাঁকে নারীরা তুলে আনে জল
বাতাসে রাখালিয়া বাঁশির সুর, দূর গগনে রংধনুর সিঁড়ি
এ নিয়েও ওরা গল্প বুনে-
লড়ে অলীক কাহিনীর অঙ্গে উপাঙ্গে-
যারা শোনে, তারা মাথা দোলায়, বিড়ি ফুঁকে
সেই সঙ্গে গন্ধ শুঁকে-
পরখ করে দেখে- কোন ফাঁকে কোন ছুতো থাকে!

সন্ধ্যা তারার মতন একাকী বাউল-
মন্দ্র সান্দ্রে খোঁজে জীবনের মূল্যবোধ
দেখে নীড়ে ফেরা পাখি, পথের কান্তে দিনান্তের শোধ,
দীর্ঘশ্বাসে পোড়া রোদের গন্ধ
ক্ষুধার্ত অন্ত্র জুড়ে বিষপীড়া, ক্রন্দন রত অন্তরে মরমি সুর
যার কাহিনী জানেনি –কেউ কোন দিন…

দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “নতুন কাহিনীর গোড়াপত্তন…

  1. বরাবরের মতো নন্দিত এবং অনবদ্য লিখা। প্রচ্ছদও অসাধারণ।
    আপনার এই লিখাটিকে আমি আবৃতি করার উপযোগী জ্ঞান করেছি স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।