আবার একদিন

নায়া আহামেদের আঁকা ছবি।

পৃথিবীর পথে কত হাহাকার, চিতার দাহে পোড়ে প্রণয়িনীর মন,
মায়ের দু’চোখ ভেজে অশ্রুর স্রোতে, কান্নার গুঞ্জনে ব্যথিত সময়।
লাশের মিছিলে উড়ে পথের ধুলা, শোকের খবরে প্রান্তর সয়লাব,
দুষিত গন্ধে ভরে উঠে বুক, কেবল অন্ধকার নামে মানুষের দেহে।
তবু ডাকে পাখি, ঘুমহীন চোখে এখনও জাগে স্বপ্নের লোভ,
বিষাদে মোড়ানো চাদরে তবু প্রেমের ওম, বাঁচিবার স্বাদ।
আবার ফুটবে ফুল নতুন ভোরে, সুবাসে মুছে যাবে সব ক্লান্তির দাগ,
এইসব স্তব্ধতা ভেঙ্গে যাবে কোলাহলে ফের, সকল রাত্রির পর।
আবার মেঘেরা মেলবে ডানা রোদ্দুরের সকল আকাশ জুড়ে,
নীলাভ জোৎস্নায় ভিজবে নগর মানুষের সকল দুয়ার।
এই দুর্যোগ শেষ কথা নয়, ঘুচে যাবে ট্র্যাজেডির সব অধ্যায়,
আবার পৃথিবী শান্ত হবে শান্তির আলিঙ্গনে, হাসবে মানুষ বিজয়ের শেষে।।
.
২২/০৩/২০২০

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

2 thoughts on “আবার একদিন

  1. পৃথিবী আবার শান্ত হোক। নায়া আহামেদের জন্য রইলো এক বুক ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।