কালের খেয়া

নিঃশব্দ নিশ্চুপ পথের বাঁকে
এলোমেলো ভাবনার মিশে
দ্রুত চলো হারিয়ে যাই
সমুদ্রের প্রমত্ত উচ্ছ্বাসে।

হাঁটি হাঁটি পা পা করে
জোৎস্নায় ভিজে
নির্ঘুম রাতের আড়াল।

কোন এক মায়ার ছলে
নিঃসঙ্গ গাঙচিল
উড়ে উড়ে।
আহত হৃদয় চুপিসারে
আকুতি করে সুবর্ণচরে
অনন্ত অভিমানে।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

18 thoughts on “কালের খেয়া

  1. খুব সুন্দর করে গড়ে তুলেছেন কবিতার দেয়াল কবি শান্ত ভাই। :)

  2. খুব ভালো লাগার মতো লিখন। ভালোবাসা জানবেন প্রিয়।

  3. নিঃশব্দ নিশ্চুপ পথের বাঁকে এলোমেলো ভাবনার মিশে
    দ্রুত চলো হারিয়ে যাই সমুদ্রের প্রমত্ত উচ্ছ্বাসে। … শুভযাত্রা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. ভালোবাসাময় ভালোবাসা কবি শান্ত ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. সব অভিমান মুছে যাক, ঘুছে যাক গাঙচিলের কষ্ট 

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।