জুতো

হাঁটতে হাঁটতে জুতো ক্ষয় হয়ে যায়! সেলাই করি অভাবে, স্বভাবে নয়। সেলাইও ক্ষয় হয়, মাঝে মাঝে সুই-ও ঝঙ্কৃতি…!! তবুও হাঁটি, হাঁটতে পারি। হাঁটতে হাঁটতে পথও ক্ষয় করি! এভাবে ক্ষয়ে যেতে যেতে শেষ হয়!

তবুও নিত্যনৈমিত্তিক স্বপ্নের বিছানায় শুয়ে স্বপ্ন দেখি নতুনত্বের, দেখতেই পারি সেই স্বাধীনতা তো আমার আছে।
জুতো নেই, জুতো নেই, এই নিয়ে মনে আক্ষেপ।
অতঃপর একদিন আক্ষেপ ঘুচল। কেনো-না দেখলাম এক জনের পা-ই নেই!
অতঃপর তৃপ্ত চিত্তে পথ হাঁটি।

13 thoughts on “জুতো

    1. জাযাকাল্লাহু খাইরান প্রিয় ভাই। অশেষ ভালোবাসা জানবেন।

  1. অতঃপর একদিন আক্ষেপ ঘুচলো। কেনো না দেখলাম … এক জনের পা-ই নেই!
    অতঃপর তৃপ্ত চিত্তে পথ হাঁটি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1.  জাযাকাল্লাহু খাইরান প্রিয় ভাই। অশেষ ভালোবাসা জানবেন।

    1. জাযাকাল্লাহু খাইরান প্রিয় ভাই। অশেষ ভালোবাসা জানবেন।

  2. শেষের লাইনে তো মনটাই কেড়ে নিলেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. এভাবে ক্ষয়ে যেতে যেতে শেষ হয়!

    চমৎকার ভাবনা
    শুভ কামনা সতত

  4. কাব্য ভাবনায় মুগ্ধ হলাম। সাথে থাকবেন।
    আশা রাখি। শুভেচ্ছা ও অভিনন্দন।
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।