শেষ বিকেলের আলোয় যখন তাকে দেখলাম, তখন পৃথিবীর পথে হাঁটছিলাম ক্লান্ত অবসন্ন আমি। খুব চেনা কিছু বৈশিষ্ট্যে দৃষ্টি আটকে গেলো।
নতুন হেয়ার স্টাইলে চুল হয়তো মেঘ কালো নেই আর, কিন্তু পাখির নীড়ের মত চোখ এখনো আছে। সাথে যুক্ত হয়েছে স্নিগ্ধ সম্মোহনী হাসি। তার চোখে দেখলাম আমারই মত কৌতূহল। আছে আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা, কর্মদক্ষতার ঝিলিক আর আধুনিক শিক্ষার কিঞ্চিত অহম।
হাঁটছিলামই, সব মিলিয়ে ৪ সেকেন্ড হবে। এর মধ্যেই এতো চিন্তা চলে আসলো মনে। রসিকতা করা স্বভাব আমার, এলোমেলো ধাপগুলোকে একটু নিয়মে নিয়ে আসলাম। ভাবখানা এমন করলাম, যেন স্যালুট ঠুকব। তাই প্যারেড করে এগুচ্ছি। সেও তড়িৎ মাথা ঝুঁকিয়ে দিলো, যেন স্যালুটের জবাবটা দিয়ে দিলো।
বাঙালী রমণীটিকে অতিক্রম করে চলে এসেছি। সে নিশ্চয় পিছন থেকে দেখছে আমাকে। কি দেখছে? কুঁচকানো ছাইরঙা শার্ট, ডান কাঁধে ঝুলছে একটা ব্যাগ। নীল জিন্সের প্যান্ট পড়া লম্বা এক বাঙালী যুবক এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমার অগোছালো, আত্মভোলা প্রকৃতি তারও নজর এড়াবে না।
মুহূর্তেই সব ক্লান্তি দূর হয়ে গেলো। পিছনে না ফিরেই ভাবছি নামতো জিজ্ঞেস করিনি, জায়গাটা যেন কি? মনে পড়লো, ফ্রাঙ্কফুর্ট।
অণুলিখাটি পড়লাম। দারুণ কল্পনা শক্তি। শব্দনীড় এ আপনাকে স্বাগতম মি. সাজ্জাদ সাইফ। লিখার প্রচ্ছদের ছবিটি কি সেই ফ্রাঙ্কফুর্ট বনলতার !!
ভাইয়া আমি নতুন, আমার প্রোফাইলে কিছু সমস্যা হচ্ছে। এডিট করতে পারছিনা
সমস্যা সমূহ ক্রমানুসারে এখানে লিখে দিন। সঞ্চালক নিশ্চয়ই দেখবেন।
ভাইয়া আপনি কি এডমিন?
কমেন্ট ব্লগার। আপনার সমস্যায় হেল্প করতে পারবো।
আচ্ছা, আপনার উইজার নেম দেখে ভাবলাম এটা মনে হয় এডমিনের বাংলা করা হয়েছে। <3
সুন্দর লিখা। অভিনন্দন ভাই সাজ্জাদ সাইফ। স্বাগতম।
ভাইয়া আমি নতুন, আমার প্রোফাইলে কিছু সমস্যা হচ্ছে। এডিট করতে পারছিনা। নতুন করে পোস্ট দিবো ভাবছি
এইতো আপনার লিখা চলে এসেছে শব্দনীড় এর পাতায়। অভিনন্দন ভাই।
আমার লেখায় মন্তব্য করলেন আপা। আপনার নাম অনেক শুনেছি। আমি লেখক তো না, পাঠকও না। সত্যিই বলছি
সুন্দর হয়েছে ভাই। লিখতে থাকুন। মূল্যায়ণ পড়ে করতে পারবো।
অনেক ধন্যবাদ আপা।
ভালোই লিখেছেন ভাই।
অসংখ্য কৃতজ্ঞতা আপা <3
লিখাটি পছন্দ হলো। শব্দনীড়ে স্বাগতম ভাইজান। ভালোবাসায় থাকুন।
অনেক ধন্যবাদ দাদা। এই সাইটে আপডেট মনেহয় কয়েক মিনিট দেরিতে আসে। তাই না?
অণুগল্পটিতে যথেষ্ঠ মননশীলতা এবং স্বতন্ত্রতা খুঁজে পেলাম দাদা। সুস্বাগতম।
স্যালুট আপা, প্রথমেই একটা সত্যকথা দিয়ে শুরু করি। আমি লেখক তো না, এমনকি পাঠিকও ভাবিনা। ক্লাসিক ব্যাকবেঞ্চার যাকে বলে। আপনারদের মত অভিজ্ঞ নিয়মিত লেখক/কবিদের উৎসাহ পেয়ে কি ভালো লাগছে। সেই অনুভূতি লিখে প্রকাশের সামর্থ্য আমার নাই। রেসপেক্ট
অস্থির হবেন না। ধীরে সুস্থ্যে একটি ব্লগকে আত্মস্থ করতে হয়। লেখক হোন।
এখন থেকে নিয়মিতই পাবেন আপা
আপনার ভ্যানগগের পোস্টে আমি কমেন্ট করতে পারছিনা কেন?