শাক-সবজি
ভাতের সাথে খাই সবজি,
সবজি খুবই পুষ্টিকর বুঝি।
শাক-সবজির তৈরি খিচুড়ি,
অনেক বেশী উপকারী!
সবুজ শাক-সবজিতে,
প্রচুর ভিটামিন আছে এতে!
শাক-সবজি ফল-মূল,
খেতে যেন না করি ভুল।
জায়গা আছে এক চিলতে,
ভরেছি শাক-সবজিতে।
প্রচুর ভিটামিন শাক-সবজিতে,
ভুলি না যেন খেতে।
চলবে…………….
শাক-সবজি ফল-মূল, খেতে যেন না করি ভুল।
___ সঠিক বলেছো বন্ধু। শাক-সবজি খেতে আমরা যেন ভুল না করি।
বন্ধু, সালাম র’লো।
অসাধারণ পোষ্ট।
স্যার দোয়া চাই।
প্রচুর ভিটামিন শাক-সবজিতে,
ভুলি না যেন খেতে।
চলুক
আসসালামু আলায়কুম।
দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।
হাই হ্যালো।
আপনার পোষ্টটি দেখছি আমাকে তরতাজা বানিয়েই ছাড়বে।
ছোট কাগজ যেমন নামে ছোট হইলেও কামে ছোট নয়, আপনার এইগুলি শুধু অনু নয়।
আপনার ভালো হোক।
আসসালামু আলায়কুম। দোয়া চাই।