লিটলম্যাগ শব্দতরী প্রকাশের ভাবনা

‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নে,ই, তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।’

— প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

১৭৩১ সালে এডওয়ার্ড কেভ সম্পাদিত `Gentleman’s Magazine’ প্রকাশের মধ্য দিয়ে ম্যাগাজিন শব্দটি চালু হয়। Magazine অর্থ- বারুদশালা। বারুদ ঠাসার মতোই শব্দ-অক্ষরের মাল-মশলা মজুদের আধার হিসেবে ম্যাগাজিন শব্দের এই প্রতীকী ব্যবহারই পরবর্তীতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।

প্রকৃত অর্থে লিটল ম্যাগাজিনের চরিত্রই হচ্ছে প্রতিবাদী ও তথাকথিত প্রতিষ্ঠান বিরোধী। আর তাই প্রথাবিরোধী মেধাবী সৃষ্টিশীলদের সাহিত্যচর্চার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই লিটল ম্যাগাজিন।

‘দেশ’ পত্রিকার মে ১৯৫৩ সংখ্যায় ‘সাহিত্যপত্র’ প্রবন্ধে বুদ্ধদেব বসু লিটল ম্যাগাজিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখেন-

লিটল কেন? আকারে ছোট বলে? প্রচারে ক্ষুদ্র বলে? না কি বেশি দিন বাঁচে না বলে? সব কটাই সত্য, কিন্তু এগুলোই সব কথা নয়; ঐ ‘ছোট’ বিশেষণটাতে আরো অনেকখানি অর্থ পোরা আছে। প্রথমত, কথাটা একটা প্রতিবাদ: এক জোড়া মলাটের মধ্যে সব কিছুর আমদানির বিরুদ্ধে প্রতিবাদ, বহুলতম প্রচারের ব্যাপকতম মাধ্যমিকতার বিরুদ্ধে প্রতিবাদ। লিটল ম্যাগাজিন বললেই বোঝা গেলো যে জনপ্রিয়তার কলঙ্ক একে কখনো ছোঁবে না, নগদ মূল্যে বড়োবাজারে বিকোবে না কোনোদিন, কিন্তু- হয়তো কোনো একদিন এর একটি পুরোনো সংখ্যার জন্য গুণীসমাজে উৎসুকবার্তা জেগে উঠবে। সেটা সম্ভব হবে এই জন্যেই যে, এটি কখনো মন যোগাতে চায়নি, মনকে জাগাতে চেয়েছিলো। চেয়েছিলো নতুন সুরে কথা বলতে।

সাহিত্যের পত্রিকা- তার মানে সৃষ্টিশীল, কল্পনাপ্রবণ সাহিত্যের। যে সব পত্রিকা সাহিত্য বিষয়ক জ্ঞানের পরিবাহক, ইতিহাস, পুরাতত্ত্ব বা পাঠমূলক গবেষণায় লিপ্ত, দৃশ্যত কিছু মিল থাকলেও সাহিত্যপত্রের সংজ্ঞার মধ্যে পড়ে না। তারা বিশেষজ্ঞের পত্রিকা, জ্ঞানের একটি বিশেষ বিভাগে আবদ্ধ, আপন সম্প্রদায়ের বাইরে তাদের আনাগোনার রাস্তা নেই। কিন্তু সাহিত্যপত্রের দরজা খোলা থাকে সকলেরই জন্য, কেননা সাহিত্য যেখানে সৃষ্টি করে সেখানে তার আহ্বানে কোনো গণ্ডি নেই, যদিও সে আহ্বান শুনতে পায় কখনোবা পনেরো জন কখনো পনেরো লক্ষ মানুষ। আজকের দিনে যাদের কণ্ঠ লোকের কানে পৌঁছাচ্ছে না, যারা পাঠকের পুরনো অভ্যাসের তলায় প্রচ্ছন্ন হয়ে আছে, তাদের এগিয়ে আনা, ব্যক্ত করে তোলাই সাহিত্যপত্রের কাজ।
——————

এই পোষ্টের কোন ভাবনাই আমার নিজের নয়। কিন্তু ব্লগে প্রকাশিত মানসম্মত লেখা নিয়ে একটি লিটলম্যাগ প্রকাশের ভাবনা আমার অনেক দিনের। শব্দতরী কি ত্রৈমাসিক ভিত্তিতে আবার প্রকাশ করা যায়?

14 thoughts on “লিটলম্যাগ শব্দতরী প্রকাশের ভাবনা

  1. shobdotori

    শব্দতরী‘র ব্যাপারে ব্যাপক আগ্রহ বোধ করছি স্যার।
    তবে বিন্যাস পরিস্ফূটন বিনিময় সকল কিছু যদি আপনার দায়িত্বে থাকে। Ghelyon

    1. ধন্যবাদ।
      বিন্যাস পরিস্ফূটন বিনিময় ইত্যাদি নিয়ে পরে ভাবা যাবে তার আগে দেখা যাক এ ব্লগের লেখকদের আগ্রহ আছে কিনা।

  2. চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই, তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল ‘

    মূল্য দেয়া সম্ভব না। চমৎকার।

    1. আমরা যারাা ব্লগিং করি তারা সব সময়ই যা ভাবি তা প্রকাশ করে দেই, প্রকাশ করা সহজ বলে, প্রকাশ করার স্বাধীনতা আছে বলে।

      ধন্যবাদ আপনাকে।

  3. সুন্দর একতা প্রস্তাবের জন্য ধন্যবাদ জনাব তৃতীয় লোচন!

    যিনি লেখেন তার মনে সবসময় তার নিজের লেখা ছাপার অক্ষরে দেখার একটা বাসনা সুপ্ত থাকে। কেউ নিজের আর্থিক সক্ষমতার বলে প্রকাশ করতে পারে আর যার সে সঙ্গতি নেই তার মনের আশা মনেই গুমরে মরে।

    নেন একটু হালকা নাশতা-

    1. অবশ্যই আপনারা সিনিয়ররা যদি নৈতিক সমর্থন দেন তবে আবার শব্দনীড়ের মতো শব্দতরীও নিয়মিত করা যায়। আর প্রতি বছর বই মেলায় ব্লগারদের বই নিয়ে স্টল করা যায়।

      শন্দনীড়ের ব্লগাররা এ কাজগুলো করেছে এবং সামনেও পারবে বলে আশা রাখি।

      ধন্যবাদ।

  4. ব্লগারস ফোরামের উদ্যেগে ব্লগারদের লেখা নিয়ে শব্দতরী ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিত প্রকাশিত হতো। ব্লগারস ফোরামের সকল কার্যক্রম বন্ধ, সংগঠনটি বিলুপ্ত হয়ে গেছে। মুরুব্বী (আজাদ কাশ্মীর জামান) ভাই আর আমি সিদ্ধান্ত নেই আর কিছু না থাক শুধু ব্লগটি চালু থাক। সেই সিদ্ধান্তের ভিত্তিতে ব্লগটি চালু রাখা যাচ্ছে।

    আপনার এই পোষ্ট মরা গাঙে জোয়ার বইয়ে দিলো। যদি শব্দনীড়ের ব্লগাররা চান তবে শব্দতরীকেও নিয়মিত করা যায়, সাইজ ছোট করে। আমাদের হাতে চালু করা কিছু কাজ সীমিত আকারে হলেও চালু থাক।

    1. পোষ্টে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

      কথা হচ্ছে লিটল ম্যাগ নিয়ে আপনি আপনার পুরানো বিষয নিয়ে কথা বলছেন কেন তা বুঝা গেল না। তবে আপনি একে প্রকাশের মত দিয়েছেন এটি বুঝা যায়।

      আমার মনে হয় উদ্যোগ নিন, সফল হবেন।

  5. অসাধারন একটি পোষ্ট, বিষয়টি নিয়ে আমিও কিছুদিন থেকে ভা্বছিলাম কিছু করা যায় কিনা আপনার এই পোষ্টে আমার সেই চিন্তার অবসান হলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

    আমি গেলো জানুয়ারীতেই মুরুব্বীর সাথে বিষটি নিয়ে একবার আলোচনা করেছিলাম কিন্তু সেই সময় আমাদের কিছু সীমাবদ্ধতার জন্য আর এগোতে পারিনি। এবার মনে হয় সবাই আবার এক সাথে থাকলে কাজটি সুন্দর ভাবে করা সম্ভব হবে।
    কথা একটি…
    সাথে আছি এবং থাকবো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

  6. আপনে দেকি আমার মনের কতা কইছেন। অনেক দিন থেকে ভাবছিলাম যদি শব্দতরী আবার জেগে উঠে।

    সবাই মিলে যদি চেষ্টা করে, আর এই ব্লগের সিনিয়ররা যদি বিষয়টাকে আমলে নেন তবে তা মনে হয় অসম্ভব নয়।
    শব্দনীড়ের মুকুট মুরুব্বী আরো আছেন ফকির আব্দুল মালেক ভাই, সেই সাথে খালিদ উমর ভাই। ওনাদের শুভ প্রচেষ্টা সাথে আমাদের মত ক্ষুদ্ররা সাথে থাকলে শব্দতরী বের করে আসা অসম্ভব না।

    1. উদ্যোগ নিন, আশা করা যায় সফল হবেন।

      কথা একটাই, সাথে আছি, থাকব।

  7. সুন্দর একটি প্রস্তাব। কেউ এগিয়ে আসুক।

    1. উদ্যোগ নিন, আশা করা যায় সফল হবেন।

      কথা একটাই, সাথে আছি, থাকব।

মন্তব্য প্রধান বন্ধ আছে।