দুর্বাঘাসে শিশির হাসে
আজ শরতের ভোরে।
মা এসেছেন মা এসেছেন
মা এসেছেন ওরে।।
গন্ধ মেখে শিউলিবালা
সাজায় খুশির বরণডালা
পল্লিবালা গাঁথছে মালা
গরদখানি পরে।
মা এসেছেন মা এসেছেন
মা এসেছেন ওরে।।
মেঘবালারা শ্বেত বলাকার
সঙ্গে খেলায় মাতে-
কাশ নাচে রে শুভ্র সাজে
শাপলামেয়ের সাথে।
অল্প হিমের পরশ মেখে
উৎসবেরই হরষ এঁকে
সরস সুরে বেড়ায় ডেকে
বাতাস দোরে দোরে।
মা এসেছেন মা এসেছেন
মা এসেছেন ওরে।।
ছন্দের দারুন মিল।
অনেক ভাল লিখেছেন।
ধন্যবাদ
"গন্ধ মেখে শিউলিবালা
সাজায় খুশির বরণডালা
পল্লিবালা গাঁথছে মালা
গরদখানি পরে।
মা এসেছেন মা এসেছেন
মা এসেছেন ওরে।।"
পুজোর শুভেচ্ছা নিন!
দুর্বাঘাসে শিশির হাসে
আজ শরতের ভোরে।
মা এসেছেন মা এসেছেন
মা এসেছেন ওরে।।
মা সত্যই চলে এলেন। কী যে আনন্দ হচ্ছে বোঝাতে পারবো না।
মঙ্গলে শুভ হোক শারদীয়ার উৎসব প্রিয় কবি মি. শংকর দেবনাথ।
অভিভূত হলাম শংকর দা।