পক্ষীরা ডাকে
ভোরে উঠে সজোরে
কাকে গো কাকে?
গম্ভীর স্বরে
মেঘেরা ডাকে কাকে
আকাশ ‘পরে?
নদীতে বান
কাকে কাছে পেতে সে
ডাকে আপ্রাণ?
শুধু তো জানি
খিদেতে পেট ডাকে
একটুখানি।
পক্ষীরা ডাকে
ভোরে উঠে সজোরে
কাকে গো কাকে?
গম্ভীর স্বরে
মেঘেরা ডাকে কাকে
আকাশ ‘পরে?
নদীতে বান
কাকে কাছে পেতে সে
ডাকে আপ্রাণ?
শুধু তো জানি
খিদেতে পেট ডাকে
একটুখানি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ধন্যবাদ মি. শংকর দেবনাথ। শুভ সকাল।
ধন্যবাদ দাদা
পড়লাম শংকর দা।
ধন্যবাদ দাদা
হাইকু ছড়া।
ধন্যবাদ। শুভকামনা।
আহা, কী দারুণ। কাব্য সুখ মন ভরে নিলাম!
ধন্যবাদ। শুভেচ্ছা।
পড়লাম কবি দা।
ধন্যবাদ। শুভকামনা সতত।
অভিজ্ঞতা বাড়ালেন কবি।
ধন্যবাদ আপামনি। শুভকামনা নিরন্তর
পোস্টটা খাসা
পড়ে পেলাম মজা
রইলো ভালোবাসা।
(এটা কি হাইকু হয়েছে?)