আমার গাঁ

সবুজ আঁচলে ঘোমটা জড়ানো,
মায়াবী গাঁ’র কথা;
শুনিবে যদি এসো হে বন্ধু,
থাকি মোরা সেথা।

ছোট্ট এক সবুজ গাঁয়ে,
আমার বসবাস;
কুলকুল রবে নদী চলে,
তারই এক পাশ।

পাল উড়িয়ে চলে নৌকা,
জলে ভাসে হাস;
মাছ ধরেই জেলে ভাইদের,
চলে বার মাস।

গাঁয়ের মাঝে পাঠশালা এক,
জ্ঞানের আলো ছড়ায়;
এমন রূপটি কোথাও খোঁজে,
পাবে নাকো ধরায়।

ভোর হলেই লাঙ্গল কাঁধে,
ছোটে কৃষাণ দল;
পাঠশালাতে শিশু-কিশোর,
করে কোলাহল।

প্রাণের সাথে প্রান মিলিয়ে,
সেথা সবে থাকি;
সুখ-দুখের যত্ত কথা,
আল্পনাতে আঁকি।

ধুলো উড়ানো মেঠো পথে,
গোরুর গাড়ি ছোটে;
ক্ষুধায় চোখে অশ্রু ঝরে,
ভারি বোঝা পিঠে।

আছে সেথায় বড় দীঘি,
শাপলা ফুলের মেলা;
নাইতে গিয়ে দুষ্ট ছেলে,
জলে করে খেলা।

নানা জাতের সবুজ বৃক্ষ,
ফুলে ফলে ভরা;
আকাশ জুড়ে আলো ছড়ায়,
আঁধার রাতের তারা।

মাঠ জুড়ে শস্য ফলান,
মোদের কৃষাণ দল;
সরলতায় জীবন গড়া,
বুঝে না কোন ছল।

পৌষ পার্বণে কৃষাণ’ মুখে,
ফুটে সরল হাসি;
এসব কিছু মিলিয়ে গাঁ,
পরম ভালোবাসি।

এইচ এম শরীফ সম্পর্কে

হেরো আপন হৃদয়মাঝে বিশ্ব যেন তোমার স্বদেশ|| সৌহার্দ্য হোক বিশ্বজনীন অকৃত্রিম এক হৃদ্যতা' রেশ|| বিশ্বজনীন সৌহার্দ্য মোর অখিল বিশ্বব্যাপী। হৃদয়জুড়ে জেগে আছে হিতৈষী এক ছবি।

10 thoughts on “আমার গাঁ

  1. এমনই নির্মেদ ছন্দ কবিতার চিরকালীয় ভক্ত আমি। মুগ্ধ হয়ে পড়ি। জীবনটাকে মনে হয় কী অসম্ভব নির্ভার। কল্পনার শব্দ ছবি ভেসে উঠে মানসপটে। আনন্দে আমি ভাসি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার মন্তব্যে প্রাণের ছুঁয়া পেলাম আজাদ ভাই।

      বিনীত শ্রদ্ধা এবং ভালোবাসা জানালাম। ভালো থাকুন নিরন্তর আমাদের সুপ্রিয় কবি ভাই। kiss

  2. গাঁয়ে ছায়া আছে, মায়া আছে,

    গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল।

    সুন্দর লিখেছেন গাঁয়ের কবিতা। শুভেচ্ছা নিরন্তর।

    সাথে থাকুন, পাশে রাখুন। ধন্যবাদ জানাই।

    জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

    1. মন্তব্যে অনেক খুশি হলাম।

      শুভেচ্ছা জানবেন লক্ষ্ণ ভান্ডারীদা

    1. মন্তব্যে আপ্লূত হলাম সৌমিত্রদা

      শুভেচ্ছা জানবেন , ভালো থাকুন নিরন্তর।kiss

    1. সুন্দর মন্তব্যে  মনছুঁয়ে যাওয়া ভালোলাগা।

      অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন  কবি রিয়াদি। ভালো থাকুন অনেক অনেক।

  3. চমৎকার প্রকাশ কবি এম শরীফ।অ অনে সুন্দর হয়েছে কবিতা টা। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আন্তরিক মন্তব্যে সম্মোহিত হলাম কবি বোন হাস্নাহেনা রানু।

      স্বাগতম আমার পাতায়। শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। ভালোথাকুন প্রতিনয়ত।kiss

মন্তব্য প্রধান বন্ধ আছে।