কেবল তোমার জন্য একটি কবিতা লিখবো বলে,
আমি সুন্দর সকাল দেখলাম গোটা কয়েকটা জন্ম ধরে।
আকাশ দেখতে শিখলাম অপলক নয়নে; চাঁদের সাথে রাত জাগলাম কয়েক যুগ,
দীর্ঘ ২১’টি বসন্তে দেখলাম ফুলদের ফোটার প্রক্রিয়া।
আমি বর্ষার বুক থেকে তুলে নিলাম তুমুল শিহরণ,
একটা একটা করে শব্দদের সাজালাম রংধনুর মতো।
কেবল তোমার জন্য একটি কবিতা লিখবো বলে,
আমার প্রতিটা মুহূর্তে আয়োজন করলাম শব্দ উৎসবের।।
.
তোমার জন্য একটি কবিতা লিখবো বলে ভিতরে ভিতরে জড়ো করলাম,
একরাশ গোলাপের বিদগ্ধ ধূপের ধোঁয়াটে সন্ধ্যা।
প্রকৃতির প্রতিটা বিন্দুতে ছুঁয়ে দিলাম পরম স্পর্শে,
অরণ্য দেখলাম, নদী দেখলাম, ছয়টি ঋতুকে বুঝতে শিখলাম।
কবি হতে নয় কেবল তোমার জন্য একটি কবিতা লিখবো বলে,
যাকিছু এলোমেলো সব গুছিয়ে পরিপাটি করলাম একটি কবিতার জন্য।
পৃথিবীর সমস্ত সাহিত্য সভার দ্বারস্থ হলাম কেবল তোমার নামে একটি কবিতার জন্য,
কোথাও একটি কবিতা লেখা হলোনা আমার।
তারপর ক্লান্ত অবসন্ন হয়ে তোমার কাছে ফিরে গেলাম,
তারপর তোমার হাতে হাত রাখতেই আমার আঙুল ফুরে জন্ম নিলো সহস্র কবিতা।।
.
২১/০৮/২০১৯
4 thoughts on “তোমার জন্য”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অতুলীয় লেখনী ।
ধন্যবাদ…
'কবি হতে নয় কেবল তোমার জন্য একটি কবিতা লিখবো বলে,
যাকিছু এলোমেলো সব গুছিয়ে পরিপাটি করলাম একটি কবিতার জন্য।'
ঈদ মোবারক কবি মাসুদুর রহমান শাওন। ভালো থাকুন নিরাপদে থাকুন।
ধন্যবাদ প্রিয়, ঈদ মুবারক…