মেঘ

তোমাকে ভালোবেসে মেঘ বলে ডাকতাম আমি,
অনেকদিন হলো তোমাকে মেঘ বলে ডাকিনা।
তোমাকে এখন আর অন্যকেউ মেঘ নামে ডাকে কিনা তাও জানিনা,
জানিনা এখন অন্যকারো বুকের ঠিক কতটা জুড়ে মেঘ হয়ে আছো।।
.
তবে আজকাল আকাশ মেঘলা হলে খুব জোড়ে জোড়ে ঐ মেঘেদের মেঘ বলে ডাকি,
ঐ মেঘেরা আমার ডাকে সাড়া দিয়ে অঝোর বর্ষণে ভিজিয়ে দেয়।
মুছে দেয় আমার কান্না ঠিক যেন তোমার মতোই আদরের হাতে,
তখন মনে হয় এই মেঘ আর তুমি মেঘের মাঝে কোন ফাঁক নেই।
আজ এই ছেঁড়া ছেঁড়া মেঘের দিনে তোমাকে খুব মনে পড়ছে,
এমন হাজারো মেঘের দিনে তোমাকে খুব বেশি মনে পড়বে মেঘ।।
.
০৬/০৭/২০১৯

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

10 thoughts on “মেঘ

  1. আসলেই মেঘ কখনো রঙধুন কখনো বা বাদলঝরা দিন

  2. আজ এই ছেঁড়া ছেঁড়া মেঘের দিনে তোমাকে খুব মনে পড়ছে,
    এমন হাজারো মেঘের দিনে তোমাকে খুব বেশি মনে পড়বে মেঘ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. মানুষ ক্ষণে ক্ষণে বদলায়, বদলে তার মন, মানুষ মুছে যায় কোন এক স্মৃতি থেকে, কোন এক শব্দ থেকে, কোন এক মেঘ থেকে অথবা আকাশ থেকে। মানুষ বদলে বলেই এত কিছু বোঝা যায় এত কিছু দেখা যায় এত কিছু শোনা যায়, মানুষের শরীরে দুটি মাত্র রং মানুষ রং বদলায় “তার মনের রং” মানুষ তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকে স্মৃতি থেকে যায় অতীতের ডায়েরিতে, মনের সন্ধিতে, জীবনের আবদ্ধ জোৎস্নায়, কখনো অন্ধকারে কখনো আলোয়। মানুষ ভেসে যায়… এভাবেই ভেসে যায়, বর্তমান থেকে অতীতে অতীত থেকে বর্তমানে,তারপর ভবিষ্যতের দিকে। জীবন নির্বিচারে জীবন স্বপ্নচারী, জীবনের এই আধিক্য জীবনকে শেষ করে দেয়।কখনো উন্নীত করে এক নতুন প্রবঞ্চনায় অথবা নিয়ে যায় নতুন কোন আলোর সন্ধানে যেখানে মানুষ নতুন করে স্বপ্ন খোঁজে নতুন করে আশা খোঁজে নতুন করে ভালোবাসা খুঁজে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখে… স্বপ্নে বিভোর হয় কিন্তু মানুষ বোঝেনা স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন রয়ে যায় যেখানে সেখানে রয়ে যায়। কখনো অন্ধকারে কখনো আলোতে। এটাই জীবন জীবনের শেষ ভাগে এসে ও মানুষ তার রং বদলায় তবুও মানুষ বেঁচে থাকার আশায় বিভোর হয় কোন এক প্রাণের দ্বারস্থ যেখানে এসে সেই মানুষ তার জীবনের সকল হতাশা দূর করে, ক্লান্তি দূর করে, স্মৃতি গুলোকে মুছে দেয়, অবশেষে বসতি করে, সুখের সন্ধান করে, এভাবেই মানুষ বদলায় মানুষ বদলাতে থাকে কিন্তু শেষ পর্যন্ত জীবন কি দিয়ে যায় তাকে সেটা সে জানে কিনা জানিনা।

    1. সুন্দর মন্তব্যে আনন্দিত হলাম…………

মন্তব্য প্রধান বন্ধ আছে।