কোথায় যেন আজও রয়ে গেছে সে নিকটে আমার,
রয়ে গেছে তার আঙুলের ঘ্রাণ, শীতল পরশ।
পৌষ রাতের শিশিরের মতো সারা রাত ধরে,
আজও যেন ঝরে পড়ে সে বুকের ভিতর।।
.
১০/১১/২০২০
6 thoughts on “অনু কবিতা- ৩০১”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কোথায় যেন আজও রয়ে গেছে সে নিকটে আমার,
রয়ে গেছে তার আঙুলের ঘ্রাণ, শীতল পরশ।
পৌষ রাতের শিশিরের মতো সারা রাত ধরে,
আজও যেন ঝরে পড়ে সে বুকের ভিতর।।
.
১০/১১/২০২০
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সৃজনশীল ভাবনা
ধন্যবাদ…
চমৎকার কবি দা
ধন্যবাদ কবিদা…
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি। শুভ সন্ধ্যা।
অনেক ধন্যবাদ…