তুমি যদি

329

তুমি যদি কখনো আমার পাশে না থাকো তবে আমার ভোরগুলো নীরস হয়ে যাবে,
আমার আঙিনায় আর কোন ফুলই ফুটবেনা, আমার দুয়ারে আসবেনা বসন্ত।
তুমি যদি আমাকে আর নাম ধরে না ডাকো তবে পৃথিবীর সব সুর বদলে যাবে বিশ্রী শব্দ দূষণে,
পাখিদের গানগুলো সব বজ্রধ্বনির মতো এলোপাথাড়ি ডেকে যাবে।
তুমি যদি আমাকে কাছে না ডাকো তবে সবগুলো মেঘ একে একে সরে যাবে সুদূর অন্তরালে,
এই সুন্দর আকাশের সবকটি নক্ষত্রের পতন হবে হঠাৎ অবলীলাক্রমে।
তুমি যদি আমার দিকে কখনো চোখ তুলে না তাকাও তবে এই সমস্ত আলোর বিচ্ছুরণ থেমে যাবে,
মুহূর্তেই অন্ধকারে বদলে যাবে পুরো পৃথিবীর আকাশ, অদৃশ্য হয়ে যাবে সব সৌন্দর্য।
আর তুমি যদি আমাকে নির্মল নিঃস্বার্থ ভালোবাসা দাও তবে মৃত্যুর পরোয়ানা ছিঁড়ে ফেলে আমি পাবো অমরত্বের স্বাদ,
এই নশ্বর পৃথিবীতেই হবে আমার অনন্ত স্বর্গলাভ।
.
০৪/০৪/২০২১

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

5 thoughts on “তুমি যদি

  1. "তুমি যদি আমাকে নির্মল নিঃস্বার্থ ভালোবাসা দাও তবে মৃত্যুর পরোয়ানা ছিঁড়ে ফেলে আমি পাবো অমরত্বের স্বাদ, নশ্বর পৃথিবীতেই হবে আমার অনন্ত স্বর্গলাভ।"https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।